অন্ধকার রাত

বাবা বাবা যাচ্ছি কোথায়? হাঁটছ কেনো জোরে মামার বাড়ি এখনো কী অনেক বেশি দূরে! অন্ধকার রাত কুৎসিত কালো মনে লাগে ভয় ঝড়ো হাওয়া ছুটলে পরে কী যেন কী হয়! মেঘমালারা মাথার ওপর ছুটছে অচিন দেশে  আর কতদূর মামার বাড়ি  পৌঁছাব কি শেষে?

অবদানকারী:


হে স্বাধীনতা

হে স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতাস্বাধীনতা তোমার জন্য স্বাধীনতাস্বাধীনতা বাঙালিদের এক স্মৃতিকথা।ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরেস্বাধীনতা এক গৌরবগাঁথা। মায়ের ভাষায় শিশুর হাঁটায়চিরকাল রবে তুমি স্বাধীনতা।সেই মাতৃভাষায় কথা বলায়শুধু তুমি হে স্বাধীনতা। সেদিনের সেই কালরাত্রিশুধু তোমার জন্য হে স্বাধীনতা।ছাব্বিশে মার্চের সেই ডাকশুধু তোমার জন্য হে স্বাধীনতা। কত শত মা সন্তানহারাশুধু তোমার জন্য হে স্বাধীনতা।কত শত বীর করেছে আত্মত্যাগশুধু তোমার […]

অবদানকারী:


বাংলাগাঁথার কিছু কথা

খুঁজে যাই ইতিহাসের পাতালক্ষ্য করা যায় কত শত কাহিনীএরই মধ্যে অন্যতম বাংলার বিজয় বাহিনী। সেইতো সাতচল্লিশে নতুন দুটি দেশভারত আর পাকিস্তান গড়েছিল নতুন বেশপশ্চিম আর পূর্বে পাকিস্তানের মধ্যেবারো’শ মাইল দূরত্বে মধ্যে ছিল তফাত। বায়ান্নতে মায়ের ভাষার জন্যবীরেরা প্রাণ দিয়েছিলোযা পৃথিবীর মাঝে অনন্য। ছেষট্টি এর ছয় দফাবাঙালির মুক্তির সনদপেশ করেছিলো এক মহান নেতাবঙ্গবন্ধু শেখ মুজিব তার […]

অবদানকারী:


লাল-সবুজ মানচিত্র, কীভাবে আমাদের হলো

একটি ইতিহাস রচিত হবে তার জন্য কত ত্যাগ তিতিক্ষা সইতে হয়েছে কত অত্যাচার নিপীড়ন কতকাল ধরে অপেক্ষমান বাঙালি কখন আসবে স্বাধীনতা? এই দেশ সেদিন ছিল না এই স্বাধীনতা সেদিন ছিল না তাহলে কেমন ছিল সেদিনের স্বাধীনতাহীন বাংলা তাহলে কীভাবে এলো স্বাধীনতা? তাহলে কীভাবে এলো লাল-সবুজ মানচিত্র? সেই দু’শ বছর শাসনের অবসান তৈরি হয়েছিল দুটি দেশ: […]

অবদানকারী:


চির অমর হুমায়ূন আহমেদ

চির অমর তুমি হুমায়ূন আহমেদ তুমি প্রতীক কবির চেতনার কবিদের কবি তুমি প্রিয় হুমায়ূন লিখেছো কবিতা কত! তারই মধ্যে বিখ্যাত কত শত লিখেছো তুমি “বাবার চিঠি”, “অশ্রু”, “তিনি” সবাই যে বলে প্রিয় হুমায়ূন তোমাকে খুব মিস করি। তোমার লেখা “নিয়তি” গল্পে আনন্দ ঘন দুঃখ কষ্টে উঠেছিল ফুটে এক গল্প সেদিন হয়তে বুঝেছি আমি নিয়তি নহে […]

অবদানকারী:


বাংলা সাহিত্যে একুশের চেতনা

“একুশ আমাদের জাগ্রত চেতনাএগিয়ে যাওয়ার প্রেরণা,একুশ মায়ের দুঃখ-বেদনাএকটি জাতির উদ্দীপনা।” একুশ আমাদের অহংকার। একুশের মাধ্যমে অর্জিত হয়েছে আমাদের মাতৃভাষা। বাংলা সাহিত্য বাঙালির ভরসা। বাংলার ঐতিহ্য, বাংলার সংস্কৃতি, সবই বাংলা সাহিত্যে অক্ষয় হয়ে আছে। সেই সুপ্রাচীন কাল থেকে অর্থাৎ হাজার বছরের ঐতিহ্যে লালিত বাংলা সাহিত্য। চর্যাপদ থেকে শুরু করে বর্তমান শতকের বাংলা সাহিত্যে স্থান পেয়েছে যুগের […]

অবদানকারী:


বিজয়ের কথা

বীর সন্তানেরা রক্ত দিয়েছিলঐ বায়ান্নতে,তাদের জন্য আমরা কথা বলিমাতৃভাষা বাংলাতে। ফ্রেব্রুয়ারির একুশকে আমরাবলি জাতীয় শহীদ দিবস,জাতিসংঘ ঘোষণা দিয়েছিলএকুশ হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। বায়ান্নর ভাষা আন্দোলনবীজমন্ত্র হয়ে করলোবাংলার জাগরণ।অত্যাচারী পাকবাহিনীর বিরুদ্ধেমুক্তিসংগ্রামের মধ্য দিয়েঅসংখ্য মানুষ আত্মত্যাগ করেএনে দিয়েছিল বাংলার বিজয়।

অবদানকারী:


বিজয়ে মহীয়ান

আগুন নিয়ে পাকবাহিনীএদিক সেদিক ছুটছেতাদের জন্য নির্মমভাবেবাঙালিদের ঘর-বাড়ি পুড়ছে। প্রতিবাদের আগুনেবাঙালিরাও উঠেছে জেগেপাকবাহিনী পালিয়ে গিয়েছেকাউকে না ডেকে। রক্ত দিল বীরেরদেশকে করেছে শত্রুমুক্তঅবশেষে এলো সেদিনদেশ হলো যুক্ত। যুক্ত হলো পৃথিবীর বুকেলাল-সবুজের নামবীর সন্তানদের আত্মত্যাগেবাংলা মাতৃকা বিজয়ে মহীয়ান।

অবদানকারী:


কবিতাঃ চির শিশু শেখ রাসেল

চির শিশু তুমি শেখ রাসেলতুমি প্রতীক শৈশবেরশহীদ সত্ত্বা রক্ত গঙ্গা চতুর্দিকধ্বংস বাংলার সৌরভ। এইতো সেদিন জন্ম হলোমায়ের কোলে আলো,শিশু কিশোর তরুণ যুবাতোমায় বাসতো ভালো। পায়রা প্রেমে কাটতো সকাল,দুপুরে বল খেলা,আর বিকেলে বাইসাইকেল কেটে যেত বেলা।সবার আদর সবার স্নেহ সবার ভালোবাসাউচ্ছ্বাসে ভরে থাকতো ৩২ নম্বরের বাসা। হঠাৎ একদিন প্রত্যুষে থমকে গেলো সবআমাদের ছোট্ট রাসেল সোনা আর […]

অবদানকারী:


এলো মোদের স্বাধীনতা

ভারতবর্ষ ভাগ হলোতৈরি হলো দুটি দেশ;ভারত এর পাশাপাশিপাকিস্তান নতুন দেশ।তারও নাকি আবাররয়েছে দুটি অংশ;একটি ছিল পূর্ব,আর অন্যটি পশ্চিম।পশ্চিম পেলো শাসনভারপূর্বে শুরু অত্যাচার-প্রথমে মায়ের ভাষাতারপর শিক্ষা সংস্কৃতিআরও কত অধিকার!যাবে না মানাএই অন্যায় অনাচার।ঠিক তখনই এলোগণসূর্যের জ্যোতির মতোআগুনের এক ফুলকিদাঁড়ালো গণসূর্যের মঞ্চেদিল জ্বালাময়ী ভাষণ-রক্ত যখন দিয়েছিরক্ত আরও দেবোকরব স্বাধীন দেশটিকেএই আমাদের স্বপ্ন।সেদিন হতে স্বাধীনএলো মোদের স্বাধীনতা।

অবদানকারী:


প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!