সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানপন্থী ১৯ যোদ্ধা নিহত

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
সিরিয়া সীমান্তের কাছে ইসরায়েল-অধিকৃত গোলান মালভূমিতে সেনাদের দেখা যাচ্ছে। ফাইল ছবি রয়টার্স

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানপন্থী ১৯ যোদ্ধা নিহত

সিরিয়ার পূর্বাঞ্চলে বিমান হামলায় শনিবার কমপক্ষে ১৯ ইরানপন্থী যোদ্ধা নিহত হয়েছেন। একটি যুদ্ধ পর্যবেক্ষক সংস্থা এ তথ্য জানিয়ে বলেছে, ‘সম্ভবত’ ইসরায়েল এ হামলা চালিয়েছে। এ ছাড়া দেশটির উত্তরে আরো তিনজন নিহত হওয়ার খবরও দিয়েছে তারা।

সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলেছে, ইরাকি সীমান্তের কাছে রাতভর অন্তত ৯টি বিমান হামলায় ‘চার সিরীয়, ছয় ইরাকিসহ ১৯ ইরানপন্থী যোদ্ধা নিহত এবং ১৮ জনেরও বেশি আহত হয়েছে’।

যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পূর্বাঞ্চলে নতুন করে সংঘর্ষ, নিহত ২৫
সিরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় দেইর এজোর প্রদেশে সহকর্মীদের সাথে সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সের একজন যোদ্ধা । ছবি এএফপি

প্রথমে তারা হামলাগুলোকে ‘সম্ভবত আমেরিকান’ ইঙ্গিত দিলেও পরে বলেছে, হামলাগুলো ‘সম্ভবত ইসরায়েল চালিয়েছে’। একজন মার্কিন সামরিক কর্মকর্তা নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে বলেছেন, ‘যুক্তরাষ্ট্র গত রাতে কোনো প্রতিরক্ষামূলক হামলা চালায়নি।’

সংস্থাটি বলেছে, হামলাগুলো আলবু কামাল এবং এর আশপাশের দেইর ইজোর প্রদেশে সামরিক অবস্থানগুলোকে লক্ষ্য করেছে। ইরাক থেকে একটি অস্ত্রের চালান এবং একটি গোলাবারুদের গুদামের আঘাত করেছে।

ইসরায়েল খুব কমই সিরিয়াকে লক্ষ্য করে হামলার বিষয়ে মন্তব্য করে। তবে তারা বারবার বলেছে, তারা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে সমর্থনকারী চিরশত্রু ইরানকে সিরিয়ায় তাদের উপস্থিতি বাড়াতে দেবে না।

সিরিয়ায় ইসরায়েলি হামলায় ইরানপন্থী ১৯ যোদ্ধা নিহত
সিরিয়ার ইদলিব প্রদেশের একটি সড়ক ধরে এগিয়ে যাচ্ছেন দেশটির একদল সেনাবাহিনীর সদস্য। ফাইল ছবি রয়টার্স

যুদ্ধ পর্যবেক্ষক সংস্থাটি পরে আরো বলে, ‘ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো’ উত্তর সিরিয়ায় আলেপ্পো বিমানবন্দরের কাছে একটি এলাকায় ইরানপন্থী গোষ্ঠীগুলোর গুদাম ও ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করেছে। এতে তিনজন যোদ্ধা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে।

এ ছাড়া সিরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম একটি সামরিক সূত্রের বরাত দিয়ে বলেছে, স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে ‘ইসরায়েলি শত্রুরা একটি বিমান হামলা চালিয়েছে…আলেপ্পো শহরের দক্ষিণে বেশ কয়েকটি পয়েন্ট লক্ষ্য করেছে’।

সিরিয়ার পূর্বাঞ্চলে সামরিক বাসে হামলা, ২৩ সিরীয় সেনা নিহত
ট্যাংকে চড়ে যাচ্ছেন ২ জন সিরিয়ার সেনা। ফাইল ছবি

সিরিয়ায় এক দশকেরও বেশি গৃহযুদ্ধ চলাকালীন ইসরায়েল দেশটিতে কয়েক শ বিমান হামলা চালিয়েছে। এসব হামলায় প্রাথমিকভাবে লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের পাশাপাশি সিরিয়ার সেনাবাহিনীর অবস্থানসহ ইরান সমর্থিত বাহিনীকে লক্ষ্য করা হয়েছে। কিন্তু মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা বৃদ্ধি এবং ৭ অক্টোবর থেকে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তারা আবারও হামলা জোরদার করেছে।

সূত্র : এএফপি

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!