সাময়িকীতে স্বাগতম। সাময়িকী একটি প্রকাশনা মাধ্যম, যেটি আপনাকে যুক্ত করবে সাহিত্য, বিনোদন ও সম সাময়িক বিষয় সংক্রান্ত সকল তথ্য এবং সেবার সাথে। সাময়িকী একটি সুদক্ষ কর্মীদল দ্বারা পরিচালিত এবং দক্ষ সম্পাদক দ্বারা এর সংবাদ এবং নিবন্ধ সমূহ সম্পাদিত। আপনি এই সাময়িকী ডট কম (ওয়েবসাইট টি) ব্যবহার করছেন মানে আপনি (ব্যবহারকারী) সম্মতি জ্ঞাপন করছেন যে আপনি পড়েছেন, বুঝেছেন এবং সম্মত আছেন এর নিয়ম কানুন এবং শর্তাবলী সম্পর্কে এবং এগুলো আপনি মেনে চলতে বাধ্য, আপনি সাময়িকী ওয়েবসাইটের নিবন্ধনকৃত সদস্য হোন বা না হোন। কর্তৃপক্ষ যেকোন সময়ে এর যেকোন শর্তে আগাম বিজ্ঞপ্তি ছাড়া পরিবর্তন আনার ক্ষমতা সংরক্ষণ করে, যদি কোন পরিবর্তন আনা হয় তবে তা ওয়েবসাইটের এই পাতার মাধ্যমেই জানিয়ে দেয়া হবে, এবং এই পাতার উপরে সর্বশেষ হালনাগাদ করণের তারিখ সে পরিবর্তনের দিন নির্দেশ করবে । এমন কোন পরিবর্তন সাধিত হওয়ার পর আপনার পুনরায় আমাদের ওয়েবসাইট পরিদর্শন করার অর্থ হচ্ছে যে আপনি নতুন শর্তাবলী এবং নীতিমালার সাথে সম্মত। যদি আপনি এইসব নিয়মাবলী মেনে চলতে সম্মত না হোন তবে এই ওয়েবসাইট পুনর্বার পরিদর্শন না করাই শ্রেয়। এই দায়িত্ব সম্পূর্ণ আপনার উপর বর্তায় নিয়মিত শর্তাবলী এবং নীতিমালা পরিদর্শন করে হালনাগাদকৃত তথ্য সম্পর্কে অবগত থাকা।

এই ওয়েবসাইট ব্যবহারের নীতিমালা এবং শর্তাবলী পর্যায়ক্রমিকভাবে নিম্নে দেয়া হলো, দয়া করে ওয়েবসাইট ব্যবহারের পূর্বে শর্তাবলী এবং নীতিমালা সম্পর্কে ভালভাবে অবগত হয়ে নিন কারন এই তথ্যগুলো আপনার আইনী অধিকার, আইনী সমস্যার প্রতিকার এবং আইনগত দায়িত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য ধারন করে। যার মধ্যে আছে নানারকম সীমাবদ্ধতার কথা, এবং সম্ভাব্য দ্বন্দ্ব নিরসনে নানা প্রয়োজনীয় প্রক্রিয়ার কথা।

ওয়েবসাইট উপাদানের মালিকানা স্বত্ব

সাময়িকী (Samoyiki.com)-এর সকল উপাদান যেমন ডিজাইন, গ্রাফিক্স, ছবি, ভিডিও, তথ্য, এপ্লিকেশন, সফটওয়্যার, মিউজিক এবং অন্যান্য ফাইলগুলো এবং সজ্জ্বাকরন প্রক্রিয়া (সাইট কন্টেন্ট) সহ অন্যান্য উপাদান সাময়িকী (Samoyiki.com)-এর নিজস্ব সম্পত্তি। সাময়িকী ডট কমের লিখিত অনুমতি ব্যতিরেকে আংশিক বা সম্পূর্ণরূপে এই সাইটের কোন উপাদান উন্নয়ন, অনুকরণ, বিলিবন্টন, পুনরায় উৎপাদন, পুনঃপ্রকাশ, ডাউনলোড, প্রদর্শন আইনত দন্ডনীয়। ব্যবহারকারীর নিজস্ব যথাযথ উপায়ে আপলোডকৃত ব্যক্তিগত তথ্যাবলী (নিচে বর্ণিত) এর আওতার বাইরে থাকবে। আপনার সরবরাহকৃত ব্যক্তিগত তথ্য এবং ওয়েবসাইটের অন্যান্য উন্মুক্ত তথ্য ব্যক্তিগত এবং অবাণিজ্যিক উদ্দেশ্যে প্রয়োজনে আংশিক বা সম্পূর্ণ প্রিন্ট করা কিংবা ফটোকপি করার অধিকার ব্যবহারকারী সংরক্ষণ করেন যদি সেটা কপিরাইট এবং অন্যান্য মালিকানা স্বত্ব সংক্রান্ত আইন লংঘন না করে। শুধুমাত্র ব্যক্তিগত প্রয়োজন ব্যাতিরেকে আপনি আপলোড কিংবা পুনঃপ্রকাশ করতে পারেন না এই ওয়েবসাইটের কোন উপাদান কোন ইন্টারনেট কিংবা এক্সট্রানেট মাধ্যমে, এছাড়া অন্যকোন মাধ্যমে কিংবা তথ্যভান্ডারে এসব তথ্য ব্যবহার করা কিংবা সমন্বয় করা সম্পূর্ণররূপে নিষিদ্ধ। ডাটা মাইনিং, রোবট, এক্সট্রাকশনের মাধ্যমে তথ্য অনুলিপি এর আওতায় পড়েনা। লিখিত অনুমোদন ব্যাতিরেকে এই ওয়েবসাইট এবং ওয়েবসাইট কন্টেন্টের ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ, যদি তা করা হয় তবে তা সংশ্লিষ্ট কপিরাইট এবং ট্রেডমার্ক আইনের সুস্পষ্ট লংঘন এবং আইনত দন্ডনীয়। যেকোনসময়ে কোনপ্রকার পূর্ব বিজ্ঞপ্তি ব্যতীত এই ওয়েবসাইটের কার্যক্রম বন্ধ কিংবা স্থগিত রাখার অধিকার ওয়েবসাইট কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

সাময়িকী (Samoyiki.com) ARIFUR RAHMAN (ENK)-এর মালিকানাধীন একটি প্রকল্প। ARIFUR RAHMAN (ENK) নরওয়ের Brønnøysund রেজিস্টার সেন্টারের নিবন্ধিত একটি কোম্পানি। কোম্পানির নম্বর – 918 509 755 । সাময়িকী (Samoyiki.com) এবং টুনস ম্যাগ (ToonsMag.com) সহযোগী প্রকল্প৷

ট্রেডমার্ক

সাময়িকী, এর অঙ্গপ্রতিষ্টানসমূহ, এতে বিজ্ঞাপিত অন্যান্য কোম্পানীসমূহের গ্রাফিক্স, লগো, ডিজাইন, পেজ হেডার, বাটন আইকন, স্ক্রিপ্ট এবং সেবাসমূহের নাম, নিবন্ধনকৃত/ অনিবন্ধনকৃত ট্রেডমার্ক, ট্রেড লগো, কোন ডোমেইন নামের অংশবিশেষ রূপে ব্যবহৃত হতে পারবে না, এমন কোন উপায়ে অন্যত্র প্রদর্শিত হতে পারবে না যা মানুষের মনে কোনপ্রকার দ্বিধা তৈরী করতে পারে; চিহ্নগুলো আংশিক কিংবা পূর্ণভাবে নকল, অনুকরণ, প্রতিলিপি করা যাবেনা সাময়িকী তথা ARIFUR RAHMAN (ENK)-এর লিখিত পূর্বানুমতি ব্যাতিরেকে।

নিবন্ধনকৃত তথ্য

সাময়িকী ডট কমের সম্পূর্ণ সেবা পেতে আপনাকে এই ওয়েবসাইটে নিবন্ধন করতে হবে। রেজিস্ট্রেশন কিংবা নিবন্ধনের অংশ হিসেবে আপনি সম্মতি প্রদান করছেন বর্তমান, সম্পূর্ণ এবং সঠিক নিবন্ধন তথ্য সরবরাহ করতে। সময়মতো প্রয়োজন অনুসারে আপনার তথ্য হালনাগাদ করার দায়িত্ব আপনার নিজের উপর বর্তায়।
আপনি যদি অসত্য, অসম্পূর্ণ, ভুল, অথবা পুরনো তথ্য সরবরাহ করেন তবে ওয়েবসাইট কর্তৃপক্ষের যুক্তি থাকে যে আপনার তথ্যগুলোকে সন্দেহ করা এবং এর উপর নজরদারী করা। এবং তখন ওয়েবসাইট কর্তৃপক্ষ আপনার একাউন্টটি রহিত করার এবং ওয়েবসাইট পরিদর্শন থেকে আপনাকে বিরত রাখার অধিকার সংরক্ষণ করে।
আপনার একাউন্ট পরিচালনা এবং পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব আপনার নিজের উপরেই বর্তায়। এর কোন ব্যাত্যয় হওয়ার দায় ওয়েবসাইট কর্তৃপক্ষের উপর বর্তাবে না।
আপনি বুঝেছেন এবং সম্মতি জ্ঞাপন করছেন যে সাময়িকী ডট কম আপনার সম্পত্তি বিক্রয়ের বিজ্ঞাপণে সহযোগিতা করবে এবং সে লক্ষ্যে আপনি এই ওয়েবসাইটকে অনুমোদন করছেন বিপণন সংক্রান্ত কাজে আপনার নিবন্ধনকৃত তথ্য তৃতীয় পক্ষের কাছে উপস্থাপন করতে। একাউন্ট সংক্রান্ত যেকোন সমস্যার অভিযোগ জানান info@samoyiki.com ইমেল ঠিকানাটিতে ইমেল করার মাধ্যমে, যেকোন ধরনের একাউন্ট জনিত নিরাপত্তা হুমকি, পাসওয়ার্ড হারিয়ে যাওয়া, চুরি হওয়া অথবা পাসওয়ার্ড প্রকাশিত হয়ে যাওয়া সম্পর্কিত সমস্যাবলীর জন্য।

লেখা প্রকাশের নীতি

সাময়িকী একটি উন্মুক্ত প্রকাশনা মাধ্যম। সাময়িকী মূল লক্ষ্য ইন্টারনেট মাধ্যমে বাংলা ভাষার চর্চা এবং বিকাশে অবদান রাখা, আর এই কারণেই সাময়িকী বাংলা ভাষাভাষী সকল লেখকের সৃজনশীল রচনা প্রকাশের জন্য উন্মুক্ত মাধ্যম।
সাময়িকী বিশ্বাস করে সকলেরই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে, তাই সামাজিক ও ধর্মীয় পরিচয়, এবং লিঙ্গবৈষম্য ভেদে সকল সদস্যদের বাকস্বাধীনতা নিশ্চিত করতে সাময়িকী সর্বদা নিবেদিত।

মাত্র দুইটি শর্ত পূরণ করলেই জমা দেয়া যে কোন লেখা সাময়িকীতে প্রকাশিত হওয়ার যোগ্য বলে বিবেচিত হবে:
১. ব্যবহারকারী প্রফাইলে লেখক নামটি বাংলা বর্ণে লিখিত হতে হবে।
২. রচনাটি সম্পূর্ণ বাংলা বর্ণে লিখে প্রকাশের জন্য জমা দিতে হবে।

যে সকল কারণে জমা দেয়া লেখা প্রকাশের অযোগ্য বলে বিবেচিত হতে পারে:
১. কারোর লেখা হুবহু কপিপেস্টে করে নিজের নামে জমাদিলে, অর্থাৎ কপিরাইট আইন লঙ্ঘন করলে।
২. কোন জাতি, ধর্ম, শ্রেণী ও বর্ণের মানুষের প্রতি ঘৃণা, হিংসা প্রকাশ করে রচনা জমাদিলে।
৩. যে ভুয়া খবর এবং বিভ্রান্তিকর তথ্য সম্বলিত রচনা।

সাময়িকীর শর্ত লঙ্ঘন করেছে প্রমাণিত হলে, প্রকাশিত যে কোন লেখা বিনা নোটিশে কর্তৃপক্ষ মুছে ফেলতে পারেন।

যোগাযোগ

ব্যবহারকারীরা সম্মতি প্রদান করেছেন ইন্টারনেট ভিত্তিক যোগাযোগ এর ব্যাপারে। নিবন্ধনকারীদের ব্যক্তিগত ইমেইল এবং সাময়িকী ডট কম ওয়েবসাইটে নোটিশ প্রদানের মাধ্যমে গ্রাহকদের সাথে যোগাযোগ রক্ষা করা হবে।

ওয়েব পোর্টাল প্ল্যাটফর্ম

আপনি সম্মত যে সাময়িকী ডট কম একটি ওয়েব পোর্টাল প্ল্যাটফর্ম যা ই-কমার্স সুবিধা প্রদান করে এর নিবন্ধিত গ্রাহকদের। এখানে ই-কমার্সএর ব্যবহারকারীদের সাময়িকী ডট কম সুবিধা দেয় ওয়েবসাইটে প্রদর্শিত সাময়িকী প্রকল্পগুলো প্রদর্শিত মূল্যেক্রয় বিক্রয়ে, যা বিশ্বের দূরবর্তী প্রান্তে থাকা ক্রেতাবিক্রেতাকে একই প্ল্যাটফর্মে এনে সুবিধাজনক করে দেয় ক্রয়বিক্রয় পদ্ধতি। আপনি আরও সম্মতি প্রদান করেন যে সাময়িকী ডট কম তাদের ওয়েবসাইটে প্রদর্শিত কোন প্রকল্প বিক্রয় করে দিতে বাধ্য নয়- তারা কেবল বিক্রয়ে সহায়তাকারী একটি মাধ্যম মাত্র এবং ক্রেতাবিক্রেতা দুপক্ষের লেনদেনে ওয়েবসাইট কর্তৃপক্ষের কোন ভূমিকা নেই, ক্রেতা/বিক্রেতাগণ নিজ দায়িত্বে লেনদেন করিবেন, ক্রেতা/বিক্রেতার মাঝে পরবর্তীতে কোন দ্বন্দ্ব কিংবা মতপার্থক্যের জন্য ওয়েবসাইট কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।

সাময়িকী ডট কম বিক্রেতা এবং ক্রেতার মধ্যকার কোনপ্রকার চুক্তিভঙ্গ, শর্তভঙ্গ কিংবা ওয়্যারেন্টি সংক্রান্ত জটিলতার জন্য দায়ী থাকিবে না। ক্রয়ের পূর্বে ক্রেতা এবং বিক্রেতাগণকে পণ্য সম্পর্কে ভালোভাবে যাচাই, বাছাই, বিবেচনা করার জন্য অনুরোধ করা যাচ্ছে, পরবর্তীতে এতদসংক্রান্ত কোন জটিলতা সৃষ্টি হলে ওয়েবসাইট কর্তৃপক্ষ কোনভাবেই এর দায়দায়িত্ব নেবে না।

সাময়িকী ডট কম নিজেদের কোন পণ্যের প্রচারনা কিংবা ক্রয়বিক্রয় করেনা, ওয়েবসাইট কর্তৃপক্ষের পক্ষে সম্ভব নয় সেখানে বিজ্ঞাপিত সকল পণ্যের গুণগত মান, ওয়্যারেন্টি, বর্তমান অবস্থা, নিরাপত্তা, বৈধতার নিশ্চয়তা দেয়া, কাগজপত্রের যথার্থতা সম্পর্কে নিশ্চিত করা; এ সংক্রান্ত সকল লেনদেন ক্রেতাবিক্রেতা নিজ দায়িত্বে করবেন। আপনি সম্মত হচ্ছেন যে ক্রয় এবং বিক্রয়কালীন সময়ে যাবতীয় তথ্যানুসন্ধান, পণ্যের গুণগত মান যাচাই, ইত্যাদি আপনি নিজ দায়িত্বে করবেন, পরবর্তীতে কোনরূপ প্রতারিত হইলে সাময়িকী ডট কম কর্তৃপক্ষ দায়ী থাকিবে না।এই ওয়েবসাইটটি শুধুমাত্র একটি যোগাযোগ মাধ্যম যার সাহায্যে ক্রেতা এবং বিক্রেতা নিকটতর হতে পারেন, একে শুধু যোগাযোগমাধ্যম হিসেবেই বিবেচনা করতে হবে- ক্রেতা এবং বিক্রেতার মধ্যকার চুক্তিটি হবে দ্বিপাক্ষিক। এমন কোন দ্বিপাক্ষিক চুক্তি কিংবা এর ফলে উদ্ভূত পরিস্থিতির জন্যে কোনভাবেই সাময়িকী ডট কম কর্তৃপক্ষকে দায়ী করা চলবে না।

ব্যবহারকারীর করণীয়

আপনি যদি এই ওয়েবসাইট ব্যবহার করেন তবে একাউন্টের রক্ষনাবেক্ষণ, পাসওয়ার্ডের গোপনীয়তা রক্ষার দায়িত্ব আপনার উপর বর্তায়। আপনার একাউন্ট ব্যবহার করে কৃত সকল কর্মকান্ডের দায়ভার আপনার উপরেই বর্তায় সেই কাজ আপনার জ্ঞাতসারে কিংবা অজ্ঞাতসারে যেভাবেই ঘটুক না কেন। আপনার একাউন্ট ব্যবহার করা হলে সাময়িকী ডট কম কর্তৃপক্ষ ধরে নেবে সে একাউন্ট আপনিই ব্যবহার করছেন, এবং এর যেকোন প্রকার অপব্যবহার হলে আপনি নিশ্চিত করছেন যে এর বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা নেয়ার অধিকার ওয়েবসাইট কর্তৃপক্ষ সংরক্ষন করে, একাউন্ট অপব্যবহার জনিত সৃষ্ট ক্ষতির জন্য একাউন্টের রেজিস্ট্রেশনকারী দায়ী থাকিবেন। একাউন্ট সংক্রান্ত যেকোন জটিলতার কথা জানাতে আমাদের ব্যবহারকারী সহায়তা কেন্দ্রে info@samoyiki.com ইমেইল এড্রেসে জানানোর জন্য অনুরোধ করা হচ্ছে।

আপনি এমন কোন উপায়ে এই ওয়েবসাইট ব্যবহার করতে পারবেন না যা এই ওয়েবসাইটের কোনপ্রকার ক্ষতিসাধন করে কিংবা ক্ষতিসাধন করার সম্ভাবনা রাখে, জটিলতা সৃষ্টি করে। আপনি আপনার কম্পিউটার থেকে আমাদের সাইটে প্রেরিত সবধরনের তথ্য এবং উপাদানের জন্য দায়ী থাকবেন।এই ওয়েবসাইটটি অবশ্যই আইনী প্রক্রিয়ার মাঝে থেকে ব্যবহার করতে হবে।

আপনি সম্মতি প্রদান করছেন যে এই ওয়েবসাইটের সকল তথ্য, উপাদান এবং সেবা শুধুমাত্র আপনার ব্যক্তিগত এবং অবাণিজ্যিক ব্যবহারের জন্য। আপনি নিশ্চয়তা প্রদান করছেন নিজস্ব প্রদানকৃত সকল শ্রেণীবদ্ধ বিজ্ঞাপনের দায়ভার আপনার, এবং আপনি এমন কোনকিছু উপস্থাপন কিংবা প্রকাশ করছেন না যা প্রচলিত আইনবিরোধী, যা কিনা কপিরাইট, ট্রেডমার্ক, পর্ণোগ্রাফিক আইন লংঘন করে কিংবা অন্যকোন প্রচলিত আইনের সাথে সাংঘর্ষিক।

অধিকন্তু, আপনি নিম্নলিখিত শর্তগুলোর সাথে একমত পোষণ করছেন

আপনি এই ওয়েবসাইট ব্যবহার করছেন না অন্যকোন উদ্দেশে যেমন ইমেইল আইডি কিংবা যোগাযোগের তথ্য সংগ্রহ বেআইনী ইমেইল কিংবা বেআইনী যোগাযোগের উদ্দেশে। কিংবা এমনভাবে এই সাইট ব্যবহার করছেন না যা এই সাইটের ক্ষতি কিংবা জটিলতা সৃষ্টি করবে কিংবা ওভারলোড সৃষ্টি করে এর কার্যক্রমকে ব্যহত করবে।
আপনি স্বয়ংক্রিয় কোন প্রোগ্রাম, স্ক্রিপ্ট অথবা রোবট ব্যবহার করছেন না তথ্য ফরম পূরণে যা সাইটের স্বাভাবিক কার্যক্রম ব্যহত করবে।
এমন কোনকিছু আপলোড, পোস্ট বা শেয়ার করছেন না যা আমাদের কাছে ক্ষতিকর, হুমকিস্বরূপ, অবৈধ, অশ্লীল, জাল, ব্যক্তি আক্রমণ মূলক, বর্ণবাদী এবং আপত্তিকর বলে প্রতীয়মান হয়।
আপনি তৃতীয় পক্ষের কাছে কিংবা জনসমক্ষে প্রকাশ করছেন না ওয়েবসাইটের কোন গোপন ব্যক্তিগত তথ্য যেমন ঠিকানা, ফোন নাম্বার। এমনকিছু আপলোড, পোস্ট কিংবা শেয়ার করছেন না যাতে কোনপ্রকার কম্পিউটার ভাইরাস কিংবা কম্পিউটার কোড দেয়া থাকে ওয়েবসাইটে অসংগতি, কম্পিউটার বা সিস্টেমে বিশৃংখলা সৃষ্টির উদ্দেশ্যে। অন্যকোন ব্যবহারকারীর সাথে ঘনিষ্ট সম্পর্ক স্থাপন কিংবা অন্যকোন ব্যবহারকারীকে উত্যক্ত করা যাবেনা।
আপত্তিকর আপলোড, পোস্ট, শেয়ার, সংরক্ষণ অথবা অনুনোমোদিত ভাবে ওয়েবসাইটের উপাদান প্রদর্শন করা ফোজদারী আইনের লঙ্ঘন এবং শাস্তিযোগ্য অপরাধ, কোন ক্লায়েন্টের ব্যক্তিগত অধিকার ভঙ্গ কিংবা তাদের সম্পদের ক্ষতিসাধন ক্ষেত্রবিশেষে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং সংশ্লিষ্ট আইনে বিচারযোগ্য হবে।
আপনি অন্য কারো একাউন্ট ব্যবহার করছেন না ওয়েবসাইট কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে এবং ওয়েবসাইটে কোন মিথ্যা পরিচয় দিচ্ছেন না।

গোপনীয়তা

আমরা আমাদের গ্রাহকদের তথ্যের গোপনীয়তার ব্যাপারে প্রতিজ্ঞাবদ্ধ। দয়া করে আমাদের ওয়েবসাইটের গোপনীয়তার শর্ত অংশটুকু ঘুরে আসুন। এই ওয়েবসাইট ব্যবহার করে এবং এর সেবাগুলো গ্রহণ করার অর্থ হচ্ছে আপনার সকল তথ্য এবং ডাটা নরওয়েতে স্থানান্তর করা প্রক্রিয়াকরণ করতে আপনার কোন আপত্তি নেই।

দায় পরিত্যাগ

এই ওয়েবসাইট এবং এর সেবাগুলো মাঝে মাঝে সাময়িক সময়ের জন্যে বন্ধ থাকতে পারে রক্ষনাবেক্ষণ এবং সে সংক্রান্ত অন্যান্য অনিবার্য কারনে। যান্ত্রিক ত্রুটির কারনে কিংবা অন্যান্য ইন্টারনেট নেটওয়ার্ক, টেলিফোন নেটওয়ার্ক, সাইটে ট্রাফিক ওভারলোডের কারনে সৃষ্ট অসংগতির কারনে সাময়িক সময়ের জন্য ওয়েবসাইট বন্ধ থাকলে এর জন্য সাময়িকী কর্তৃপক্ষকে দায়ী করা চলবে না। এমনকি আপনার ধীরগতির ইন্টারনেট সংযোগের কারণে সাময়িকীর কোন পৃষ্ঠা লোড হতে সময় নিলে, অথবা আপনার ওয়েব ব্রাউজার কোন কারণে ধীরে রিস্পন্স করলে সাময়িকী কর্তৃপক্ষকে দায়ী করা চলবে না।

নিশ্চয়তার দায়মুক্তি

আপনি এই মর্মে সম্মতি এবং নিশ্চয়তা প্রদান করছেন যে আপনি আমাদের বিভিন্ন উপাদান এবং সেবা ব্যবহার করছেন সম্পূর্ণ নিজদায়িত্বে। এই ওয়েবসাইটের সমস্ত উপাদান সরবরাহ করা হয় “যেমন আছে” অথবা “যেমন পাওয়া গেছে” ভিত্তিতে, কোনপ্রকার নিশ্চয়তা প্রদান ব্যতীত। সকল লিখিত এবং উহ্য ওয়্যারেন্টি বা নিশ্চয়তা (১) বিক্রয়যোগ্যতার (২) কোন উদ্দেশ্যসাধনে কর্মদক্ষতার (৩) সম্পত্তি আইনের অলঙ্ঘ্যতার বিষয়গুলোর ব্যাপারে এই ওয়েবসাইট কর্তৃপক্ষ সম্পূর্ণরূপে দায়মুক্তির ঘোষণা করে বিদ্যমান আইনের সর্বোচ্চ সীমার মাঝে।
আইনস্বীকৃত সর্বোচ্চ সীমার মাঝে সাময়িকী ডট কম উভয়পক্ষের মাঝে হস্তান্তরকৃত সম্পত্তির নিরাপত্তা, নির্ভুলতা, নির্ভরযোগ্যতা, যথার্থতা, মালিকানা, অর্থ লেনদেন, অর্থ লেনদেনের সময়ানুবর্তিতা সম্পর্কে কোনপ্রকার নিশ্চয়তা দেয়ার দায়িত্ব সম্পূর্ণ অস্বীকার করে। আইনস্বীকৃত সর্বোচ্চ সীমার মাঝে সাময়িকী কর্তৃপক্ষ দায় অস্বীকার করে ওয়েবসাইটে বিজ্ঞাপিত পণ্য, বাহিরের কোন মাধ্যমকর্তৃক আপলোডকৃত তথ্য, এবং ওয়েবসাইটে প্রাপ্ত কোন বহিরাগত লিঙ্কের নির্ভরযোগ্যতার নিশ্চয়তা প্রদান করতে। আইনস্বীকৃত সর্বোচ্চ সীমার মধ্যে সাময়িকী দায় অস্বীকার করে ওয়েবসাইট এবং এর বিভিন্ন সেবা হতে সম্ভাব্য সংক্রমিত ভাইরাস কিংবা অন্যান্য ক্ষতিকর উপাদান হতে ব্যবহারকারীকে রক্ষার নিশ্চয়তা প্রদানের ব্যাপারে। ওয়েবসাইট হতে ডাউনলোডকৃত কোন তথ্য, উপাদান কিংবা ম্যাটেরিয়াল ডাউনলোড করার সময়ে আপনার কম্পিউটার সিস্টেমে কোনপ্রকার ক্ষয়ক্ষতি হলে কিংবা তথ্য হারানো গেলে এর কোনপ্রকার দায়দায়িত্ব ওয়েবসাইট কর্তৃপক্ষ বহন করিবে না।

সেবা এবং শর্তাবলীর পরিবর্ধন

যেকোন সময়ে সাময়িকী ডট কম কর্তৃপক্ষ এইসব শর্তাবলী সংশোধন ও পরিমার্জন করার ক্ষমতা রাখে কোনপ্রকার পূর্ব বিজ্ঞপ্তি ব্যতীত। ব্যবহারকারীরা যেকোন সময়ে হালনাগাদকৃত শর্তাবলী সম্পর্কে অবগত হতে পারেন ওয়েবসাইটের এই পাতাটি বিচরনের মাধ্যমে, আপনি নিজদায়িত্বে নিয়মিত হালনাগাদকৃত শর্তাবলী পরিদর্শন করবেন। যদি হালনাগাদকৃত শর্তাবলী আপনার মনঃপুত না হয় তবে এই ওয়েবসাইট ব্যবহার থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। যদি আপনি ওয়েবসাইট ব্যবহার অব্যাহত রাখেন তবে ধরে নেয়া হবে আপনি হালনাগাদকৃত শর্ত আপনি মেনে নিয়েছেন এবং সেসব শর্তাবলী মেনে চলতে আপনি বাধ্য থাকিবেন।

সর্বশেষ হালনাগাদ: ২৩ ফেব্রুয়ারি ২০২১

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!