একটি ইতিহাস রচিত হবে
তার জন্য কত ত্যাগ তিতিক্ষা
সইতে হয়েছে কত অত্যাচার নিপীড়ন
কতকাল ধরে অপেক্ষমান বাঙালি
কখন আসবে স্বাধীনতা?
এই দেশ সেদিন ছিল না
এই স্বাধীনতা সেদিন ছিল না
তাহলে কেমন ছিল সেদিনের স্বাধীনতাহীন বাংলা
তাহলে কীভাবে এলো স্বাধীনতা?
তাহলে কীভাবে এলো লাল-সবুজ মানচিত্র?
সেই দু’শ বছর শাসনের অবসান
তৈরি হয়েছিল দুটি দেশ: ভারত আর পাকিস্তান
পাকিস্তানের দুটি অংশ: পূর্ব আর পশ্চিম
ছিল বারো’শ মাইল দূরত্ব।
শাসনরত্ন ছিল পশ্চিম পাকিস্তানের হাতে
বঞ্চিত করেছিল তারা পূর্ব বংলার অধিকার
প্রথমে মায়ের ভাষা, শিক্ষা, সংস্কৃতি
আরও কত অধিকার।
অন্যায়ের বিরুদ্ধে গণসূর্যের জ্যোতির মতো
ফিরে এলো আগুনের এক ফুলকি
দিলো জ্বালাময়ী ভাষণ-
“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,
এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”
ঐক্যমত গড়ে উঠলো বাঙালিদের মাঝে
জেগে উঠলো হৃদয়ে প্রতিবাদী কণ্ঠস্বর।
কিন্তু আবার মার্চের কালরাতে পাক হানাদারেরা
কেড়ে নিলো নিরীহ বাঙালির প্রাণ
প্রতিবাদের আগুনে জ্বেগে উঠলো বাঙালি
শুরু হলো মুক্তি সংগ্রামের নতুন পাঠ।
নয় মাস রক্ত দিয়ে বহু মায়ের বীর সন্তানেরা
ছিনিয়ে নিয়ে এসেছিল স্বাধীনতা
গড়ে তু্লেছিল নতুন রাজ্য
সবুজ প্রকৃতিতে রক্তঝরা লাল সূর্য
বিশ্ব বুকে উদীয়মান হলো
লাল-সবুজের নতুন মানচিত্র।
লাল-সবুজ মানচিত্র, কীভাবে আমাদের হলো
মাসুদুল জারিফ একজন কবি, লেখক ও সাংবাদিক। তিনি ২০০৭ সালে বাংলাদেশের জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার উত্তর গাবেরগ্রামে। তিনি বর্তমানে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। হলি মিশন স্কুল এন্ড কলেজ থেকে তার হাতেখড়ি হয় এবং তিনি বর্তমানে মাদারগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় খেতাবপ্রাপ্ত বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছেন। তিনি ছোট থেকেই লেখালেখি, কবিতা আবৃত্তি এবং সহপাঠ কার্যক্রমে আগ্রহী। তিনি বর্তমানে একজন শিশু সাংবাদিক। তিনি বাংলাদেশ স্কাউটস এর একজন সদস্য এবং বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের একজন উপদল নেতা। সাময়িকীতে তার লেখা প্রথম দুইটি কবিতা “খোকাকে নিয়ে স্বপ্ন সবার”, “ভার্চুয়াল জগতে শিশু-কিশোর”। তিনি তার জীবনে লেখালেখি এবং নিজের ভাবনা প্রকাশের মাধ্যমে বিশ্বকে চমকে দিতে চান।
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন