ছয় দেশ থেকে ২১ লাখ টন জ্বালানি তেল কিনবে বাংলাদেশ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

বিশ্বের ছয় দেশের রাষ্ট্রায়ত্ত সাত প্রতিষ্ঠান থেকে ২১ লাখ টন ডিজেল এবং পরিশোধিত জ্বালানি তেল আমদানি করবে বাংলাদেশ। এতে খরচ পড়বে প্রায় ১৯ হাজার কোটি টাকা।

বুধবার (১১ জানুয়ারি) সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, “ভারতের নুমালীগড় রিফাইনারি থেকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত সময়ের মধ্যে ৬০ হাজার টন ডিজেল আমদানি করবে। এতে খরচ হবে ৫৪৫ কোটি ৪ লাখ টাকা।”

বৈঠকে পাস হওয়া তথ্য অনুযায়ী, আমদানি করতে প্রতি লিটার ডিজেলের দাম ৯০ টাকা ৮৪ পয়সার মধ্যে থাকবে।

তবে দাম কীভাবে নির্ধারণ করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য দেননি সাঈদ মাহবুব।

তিনি জানান, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের আরেক প্রস্তাবে বিশ্বের ছয় দেশের রাষ্ট্রায়ত্ত সাত প্রতিষ্ঠান থেকে ২০২৩ সালের জানুয়ারি-জুন সময়ের জন্য ২০ লাখ ৪০ হাজার টন পরিশোধিত জ্বালানি কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে ১৮ হাজার ২১৫ কোটি ৫২ লাখ টাকা।

ভারতের আইওসিএল, চীনের পেট্রো চায়না এবং ইউনিপ্যাক, থাইল্যান্ডের পিটিটিটি, মালয়েশিয়ার পিটিএলসিএল, ইন্দোনেশিয়ার বিএসপি ও সংযুক্ত আরব আমিরাতের ইএনওসি থেকে এই তেল কেনা হবে। এতে প্রতি লিটার পরিশোধিত জ্বালানি তেলের দাম পড়বে ৮৯ টাকা ২৯ পয়সা।

সাধারণত দেশের জ্বালানি চাহিদা মেটাতে প্রতি বছর ৬.৬৩৩ মিলিয়ন মেট্রিক টন পরিশোধিত ও অপরিশোধিত জ্বালানি আমদানি করা হয়। এর মধ্যে ৫.২৩৩ মিলিয়ন মেট্রিক টন পরিশোধিত ও বাকি ১.৪ মিলিয়ন মেট্রিক টন অপরিশোধিত জ্বালানি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!