ভারতবর্ষ ভাগ হলো
তৈরি হলো দুটি দেশ;
ভারত এর পাশাপাশি
পাকিস্তান নতুন দেশ।
তারও নাকি আবার
রয়েছে দুটি অংশ;
একটি ছিল পূর্ব,
আর অন্যটি পশ্চিম।
পশ্চিম পেলো শাসনভার
পূর্বে শুরু অত্যাচার-
প্রথমে মায়ের ভাষা
তারপর শিক্ষা সংস্কৃতি
আরও কত অধিকার!
যাবে না মানা
এই অন্যায় অনাচার।
ঠিক তখনই এলো
গণসূর্যের জ্যোতির মতো
আগুনের এক ফুলকি
দাঁড়ালো গণসূর্যের মঞ্চে
দিল জ্বালাময়ী ভাষণ-
রক্ত যখন দিয়েছি
রক্ত আরও দেবো
করব স্বাধীন দেশটিকে
এই আমাদের স্বপ্ন।
সেদিন হতে স্বাধীন
এলো মোদের স্বাধীনতা।
এলো মোদের স্বাধীনতা
এই নিবন্ধটি শেয়ার করুন
মাসুদুল জারিফ একজন কবি, লেখক ও সাংবাদিক। তিনি ২০০৭ সালে বাংলাদেশের জামালপুর জেলায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার উত্তর গাবেরগ্রামে। তিনি বর্তমানে দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের একজন শিক্ষার্থী। হলি মিশন স্কুল এন্ড কলেজ থেকে তার হাতেখড়ি হয় এবং তিনি বর্তমানে মাদারগঞ্জ উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় খেতাবপ্রাপ্ত বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয়ে পড়ালেখা করছেন। তিনি ছোট থেকেই লেখালেখি, কবিতা আবৃত্তি এবং সহপাঠ কার্যক্রমে আগ্রহী। তিনি বর্তমানে একজন শিশু সাংবাদিক। তিনি বাংলাদেশ স্কাউটস এর একজন সদস্য এবং বালিজুড়ী ফাজেল মোহাম্মদ উচ্চ বিদ্যালয় স্কাউট গ্রুপের একজন উপদল নেতা। সাময়িকীতে তার লেখা প্রথম দুইটি কবিতা “খোকাকে নিয়ে স্বপ্ন সবার”, “ভার্চুয়াল জগতে শিশু-কিশোর”। তিনি তার জীবনে লেখালেখি এবং নিজের ভাবনা প্রকাশের মাধ্যমে বিশ্বকে চমকে দিতে চান।
একটি মন্তব্য করুন
একটি মন্তব্য করুন