খুঁজে যাই ইতিহাসের পাতা
লক্ষ্য করা যায় কত শত কাহিনী
এরই মধ্যে অন্যতম বাংলার বিজয় বাহিনী।
সেইতো সাতচল্লিশে নতুন দুটি দেশ
ভারত আর পাকিস্তান গড়েছিল নতুন বেশ
পশ্চিম আর পূর্বে পাকিস্তানের মধ্যে
বারো’শ মাইল দূরত্বে মধ্যে ছিল তফাত।
বায়ান্নতে মায়ের ভাষার জন্য
বীরেরা প্রাণ দিয়েছিলো
যা পৃথিবীর মাঝে অনন্য।
ছেষট্টি এর ছয় দফা
বাঙালির মুক্তির সনদ
পেশ করেছিলো এক মহান নেতা
বঙ্গবন্ধু শেখ মুজিব তার নাম
সারাটা জীবন নিজের জীবনের বিনিময়ে
দিয়েছেন মাতৃভূমির সম্মান।
বাংলার বীর সন্তানেরা
দিয়েছে নিজের প্রাণ
তাদের এই আত্মত্যাগে
বাঙালিরা পাচ্ছে স্বাধীনতার ঘ্রাণ।
ইতিহাস রয়েছে অনেক
বাংলার জয়গাঁথার
তবুও হবে না শেষ
এই মহান কাহিনী কথার।