চির অমর তুমি হুমায়ূন আহমেদ
তুমি প্রতীক কবির চেতনার
কবিদের কবি তুমি প্রিয় হুমায়ূন
লিখেছো কবিতা কত!
তারই মধ্যে বিখ্যাত কত শত
লিখেছো তুমি
“বাবার চিঠি”, “অশ্রু”, “তিনি”
সবাই যে বলে
প্রিয় হুমায়ূন তোমাকে খুব মিস করি।
তোমার লেখা “নিয়তি” গল্পে
আনন্দ ঘন দুঃখ কষ্টে
উঠেছিল ফুটে এক গল্প
সেদিন হয়তে বুঝেছি আমি
নিয়তি নহে কোনো কল্প।
তোমার গড়ে তোলা
সেরা চরিত্র “হিমু”
তা তো সবার প্রিয়
মন কেড়েছে
পাঠকের মনগৃহ।
১৯৪৮ এর ১৩ই নভেম্বরে
জন্ম হলো হুমায়ূনের এই ভবে
পৃথিবী ছেড়ে গিয়েছেন তিনি
তবুও পাঠকের মনে
চির অমর হয়ে রয়েছেন তিনি।