খোকাকে নিয়ে স্বপ্ন সবার
আমি এক নির্বাক খোকা
সবার স্বপ্ন-কথায় মনে হয়
আমি এক নিঝুম বোকা।
বাবা বলে খোকা তুই
হবি ইঞ্জিনিয়ার,
মা বলে খোকা তুই
হবি মস্ত ডাক্তার।
দাদুর স্বপ্ন
করতে হবে চাকুরী,
নানা বলে
হবি তুই মাষ্টার।
সবার স্বপ্ন- সবার চাওয়া আছে তো ঠিকই
কিন্তু কেউ তো আমায় বললে না
ওরে খোকা সর্বাগ্রে
হতে হবে ভাল মানুষ
সদা মনে রাখবি।
ভার্চুয়াল জগতে শিশু-কিশোর
পৃথিবীতে আজ সুখ নেই
নেই কোনো রিয়েলিটি
ভার্চুয়াল জগতে ডুবে আছে
আমাদের শৈশব-কৈশোর
যে মাঠে দেখা যেত আমাদের হুল্লোড়
সে মাঠে দাঁড়িয়ে আছে ইমারত সুন্দর
বড় বড় ফ্লাটে আর ছোট ছোট কামরায়
বন্দী আমাদের সামাজিক বন্ধন।
ল্যাপটপ, মোবাইল আজ আমাদের পৃথিবী
যদি থাকে তার সাথে ইন্টারনেট সংযোগ।
স্কুলে যাই আসি, বেশী থাকি কোচিং এ
বাড়ি ফিরে ডুবে থাকি ইউটিউব, টিকটকে।
গভীর রাত জেগে থেকে ফেসবুকে করি চ্যাট
বাবা-মা ভাবে, আমার সোনা পড়াশুনায় খুব সিরিয়াস।
মা বলে, ওই দেখ রাত জেগে ছেলে আমার পড়ছে কেমন!
তখন আমি হেসে ফেলি,
বলি, বুদ্ধু বোকারাম! কল্পরাজ্যের রাজা আমি, শাসন করি রাজ্য।
অসুখ রাজ্যে, বাড়ছে ঝুঁকি- বাড়ছে ধূসর জগত।
তোমরাই বলো, আজকের শিশু আগামীর ভবিষ্যৎ;
তবে ফিরিয়ে দাও খেলার মাঠ, আঁকতে দাও পৃথিবী;
গড়ে তোলো ফুল-ফলে সজ্জিত স্বপ্নের উজ্জ্বল বাগান
দেখতে দাও রোদে স্নান করা মুক্ত বিহঙ্গের
উড়ে চলার মনোরম দৃশ্য।
তবেই আমি দিতে পারি স্বাধীনতার শ্বেত পদ্মকমল।