হে স্বাধীনতা
স্বাধীনতা স্বাধীনতা স্বাধীনতা
স্বাধীনতা তোমার জন্য স্বাধীনতা
স্বাধীনতা বাঙালিদের এক স্মৃতিকথা।
ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে
স্বাধীনতা এক গৌরবগাঁথা।
মায়ের ভাষায় শিশুর হাঁটায়
চিরকাল রবে তুমি স্বাধীনতা।
সেই মাতৃভাষায় কথা বলায়
শুধু তুমি হে স্বাধীনতা।
সেদিনের সেই কালরাত্রি
শুধু তোমার জন্য হে স্বাধীনতা।
ছাব্বিশে মার্চের সেই ডাক
শুধু তোমার জন্য হে স্বাধীনতা।
কত শত মা সন্তানহারা
শুধু তোমার জন্য হে স্বাধীনতা।
কত শত বীর করেছে আত্মত্যাগ
শুধু তোমার জন্য হে স্বাধীনতা।
সেদিনের দেই সাহসীদের প্রতিবাদ
শুধু তোমার জন্য হে স্বাধীনতা।
একাত্তরের সেই রক্তক্ষয়ী যুদ্ধ
শুধু তোমার জন্য হে স্বাধীনতা।
সেদিনের সেই বিজয়
শুধু তোমার জন্য হে স্বাধীনতা।
বাংলাদেশ রবে চির ভাষ্মর
শুধু তোমার জন্য হে স্বাধীনতা।