বীর সন্তানেরা রক্ত দিয়েছিল
ঐ বায়ান্নতে,
তাদের জন্য আমরা কথা বলি
মাতৃভাষা বাংলাতে।
ফ্রেব্রুয়ারির একুশকে আমরা
বলি জাতীয় শহীদ দিবস,
জাতিসংঘ ঘোষণা দিয়েছিল
একুশ হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
বায়ান্নর ভাষা আন্দোলন
বীজমন্ত্র হয়ে করলো
বাংলার জাগরণ।
অত্যাচারী পাকবাহিনীর বিরুদ্ধে
মুক্তিসংগ্রামের মধ্য দিয়ে
অসংখ্য মানুষ আত্মত্যাগ করে
এনে দিয়েছিল বাংলার বিজয়।