দ্বাদশাঞ্জলি

তৈমুর খান
তৈমুর খান
3 মিনিটে পড়ুন

ঠিকানা

বহুদিন পর ঠিকানা খুঁজতে এসেছি শহরে
ঠিকানা এখন কোন ঠিকানায় থাকে?
গ্রাম মরে গেছে, আলতা রাঙা পায়ে
আর বাজে না নূপুর!
হলুদ বাটা হাতে আর ডাকে না কাছে!

একাকী দুপুর

দূরে দূরে পাখি উড়ে যায়
ঝুঁটিবাঁধা পাখি লাল নীল ডানা
বহুদূর তার স্বপ্নের ঘর
ঘরে ঘরে কত রঙিন বাসনা;
আমার শুধু একাকী দুপুর
বিরহ বাঁশির বিষণ্ণ সুর…

ছোঁয়া

তোমার ছোঁয়া মনে রাখি রোজ
রোজ শিহরন জন্মায়
প্রাচীন শরীরে গানের পুলক
ঘ্রাণের মুকুল ঝরে
নিভৃতে বসন্ত আসে
জন্মান্তর এখানে বসত করে।

স্নান

হাঁসগুলি সব তেমনই নামে জলে
সূর্য হাসতে হাসতে চলে যায়
তোমার ছায়া থামে এসে ঘাটে
পেছন ফিরে স্মৃতিগুলি চায়…

চুড়ি বাজে, চুড়ি বাজে
ভেজা কাপড় লেপ্টে শরীরময়
এই অবেলায় ঝাঁপিয়ে পড়ি স্নানে
শরীরী গঙ্গায়!

91B24FA5 94F2 4A2D B366 75FFFB028217 দ্বাদশাঞ্জলি
দ্বাদশাঞ্জলি 42

পথ

রোজ যদি পথ ভুলে যাই,ভালো;
পৃথিবীর পথগুলি সব ব্যাঁকা
কোনও পথেই পৌঁছানো গেল না;
যত কাছে থাকো তত বেশি দূর
নিকট দূরের পথ দেখিনি মেপে;
হাঁটতে হাঁটতে শুধুই সমুদ্দুর
সর্বনাম আর ক্রিয়ার সঙ্গে দেখা
তোমার বাড়ি সেই অনন্তপুর!

ধুলো

তোমাদের কথোপকথনের আলো এসে পড়ছে
ধূসর বাগানে আজ আমি একা
আমার সব স্বপ্নের প্রজাপতি উড়ে গেছে

এখন শুধু ধুলো নিয়ে ভাবি
সব ধুলো
দিগন্তব্যাপী শুধু ধুলো উড়ছে

তোমাদের কথোপকথনের আলোয়
আমার অস্তিত্ব ধুলো হয়ে পাক খাচ্ছে

401E70EF F0F1 41CA B4DC AB1D6DDA569D দ্বাদশাঞ্জলি
দ্বাদশাঞ্জলি 43

নাচ

জীবন, আজ নাচ দেখাবে না?
ঘন কৃষ্ণ মেঘে ছেয়ে গেছে প্রণয়-উঠোন
যুবতী-বিশ্বাস আজ ঘোরাফেরা করে
মিথ্যা আশ্বাস এসেছে টোপর পরে
কতফুল শোভা দিচ্ছে অশোভন বিকেলে
জীবন, নূপুর পরবে না তুমি উচ্ছ্বাসের শিখা মেলা?

অক্ষরবৃত্ত

একটু একটু করে ভালোবাসা সেলাই করছি
সম্পর্কের সুতো ছিঁড়ে যাবে বলে
কেবলই আমার ভয় করে

স্বপ্নদের ক্রিয়ার পাশে আত্মহত্যাদের চলাফেরা
কথা বলি না তবু কারও সাথে
এই একটুখানি ভাবনার ঘরে
সবাই আসতে চায় হুড়মুড় করে

আমার অক্ষরবৃত্ত বড়োই লাজুক
দাঁড়াতে পারে না কারো কাছে!

A3993E01 5764 44D2 BB63 2197BB9DF0B1 দ্বাদশাঞ্জলি
দ্বাদশাঞ্জলি 44

ঢেঁকি

প্রাচীন কোনও ঢেঁকি
আমার ভিতরে ওঠানামা করে
কারা রোজ পাড় দেয়
আলতা পরা খালি পায়ে?

সমস্ত ধূসর ধান চাল হবে বলে
আমি তার অপেক্ষায় থাকি
পাড়ের কম্পনে জেগে জেগে
আমার নির্ঘুম রাত কাটে…

উৎকণ্ঠা

সহ্যের সীমানা আঁকি
অসহ্যের তাপ মেপে মেপে
দারুণ হল্লা তবু লুটায় চৌকাঠে

চারিদিকে সঙ্গমের রাত
পার্থিব ও অপার্থিব মোহনায়
নারীপুরুষ মিলে উলঙ্গ হয়

উৎকণ্ঠা তীব্র হলে
সভ্যতায় দলে দলে জন্মায়
নির্বোধ সন্তান…

B3361695 C08F 4D6F B82B 59791EFB8804 দ্বাদশাঞ্জলি
দ্বাদশাঞ্জলি 45

উদ্বিগ্ন

ভাঙা নৌকা আর দুপুরের মেঘ
আমরা কোথায় চলেছি আবেগ?
ঝড় আসবে সেসব আততায়ী ঝড়
কী করে বাঁচাবে মূর্খ আবেগ আমাদের?
চারিপাশ ঘিরে দাঁড়াবে কাতিল অন্ধকার।

জন্মদিন

সব দরোজা খুলে যাচ্ছে একে একে
প্রতিটি দরোজায় তুমি বেরিয়ে আসছ আজ
আমরা সব বাংলা ভাষার পাখি
আমাদের ঠোঁটে ঠোঁটে ভাষার বৈভব!

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
তৈমুর খান জন্ম ২৮ জানুয়ারি ১৯৬৭, বীরভূম জেলার রামপুরহাট ব্লকের পানিসাইল গ্রামে। বাংলা ভাষা ও সাহিত্য নিয়ে মাস্টার ডিগ্রি এবং প্রেমেন্দ্র মিত্রের কবিতা নিয়ে পি এইচ ডি প্রাপ্তি। পেশায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহ শিক্ষক। প্রকাশিত কাব্যগ্রন্থ: কোথায় পা রাখি (১৯৯৪), বৃষ্টিতরু (১৯৯৯), খা শূন্য আমাকে খা (২০০৩), আয়নার ভেতর তু যন্ত্রণা (২০০৪), বিষাদের লেখা কবিতা (২০০৪), একটা সাপ আর কুয়াশার সংলাপ (২০০৭), জ্বরের তাঁবুর নীচে বসন্তের ডাকঘর (২০০৮), প্রত্নচরিত (২০১১), নির্বাচিত কবিতা (২০১৬), জ্যোৎস্নায় সারারাত খেলে হিরণ্য মাছেরা (২০১৭) ইত্যাদি। কবিরুল ইসলাম স্মৃতি পুরস্কার ও দৌড় সাহিত্য সম্মান, নতুন গতি সাহিত্য পুরস্কার, আলোক সরকার স্মারক পুরস্কার সহ অনেক পুরুস্কারে ভূষিত হয়েছেন।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!