গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২০১ ফিলিস্তিনি নিহত

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। ছবি রয়টার্স

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২০১ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ২০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই একই সময়ে দখলদার ইসরায়েলি সেনাদের হামলায় আহত হয়েছেন আরও ৩৬৮ জন।

শনিবার (২৩ ডিসেম্বর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে গাজার হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়।

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২০১ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আহত একজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ছবি সংগৃহীত

২৪ ঘণ্টায় নতুন করে আরও দুইশরও বেশি মানুষের মৃত্যুর মাধ্যমে মৃতের সংখ্যা পৌঁছেছে ২০ হাজার ২৫৮ জনে। অপরদিকে আহত হয়েছেন ৫৩ হাজার ৬৮৮ ফিলিস্তিনি।

গতকাল শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ‘গাজা প্রস্তাব’ পাস হয়। ওই প্রস্তাবে বলা হয়, গাজার সাধারণ মানুষের কাছে বাধাহীনভাবে ত্রাণ সহায়তা পৌঁছানোর অবস্থা তৈরি করতে হবে। প্রস্তাবটি পাস হওয়ার পরের দিনই আরও ২০০ মানুষকে হত্যা করেছে ইসরায়েলিরা।

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায়। এরপর হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ওইদিন থেকেই গাজায় নির্বিচার হামলা চালানো শুরু করে দখলদার ইসরায়েলি সেনারা। এসব হামলায় প্রতিদিনই শত শত মানুষ প্রাণ হারাচ্ছেন।

যুদ্ধের শুরুতে ইসরায়েল হুমকি দেয়, হামাসকে পুরোপুরি নির্মূল না করা পর্যন্ত তাদের হামলা অব্যাহত থাকবে। তবে যুদ্ধ শুরু হওয়ার পর প্রায় তিন মাস পেরিয়ে গেলেও; এখনো হামাসকে নির্মূল করতে পারেনি তারা।

গাজায় ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় ২০১ ফিলিস্তিনি নিহত
ইসরায়েলি হামলায় আহত এক ফিলিস্তিনি মায়ের গালে হাত গিয়ে কান্না করছেন শিশু। ছবি রয়টার্স

গাজায় স্থল অভিযান চালাতে যাওয়া ইসরায়েলি সেনারা নিয়মিতভাবে হামাসের যোদ্ধাদের প্রতিরোধের মুখে পড়ছে। এতে করে তাদের সেনারাও হতাহত হচ্ছে।

আন্তর্জাতিক সমর্থন ছাড়াই গাজা যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েলের
ইসরায়েলি হামলায় নিহত একজনের মৃতদেহ বের করা হচ্ছে। ছবি সংগৃহীত

প্রতিদিন শত শত মানুষ নিহত হওয়ায় আন্তর্জাতিক অঙ্গন থেকে যুদ্ধবিরতির দাবি জানানো হচ্ছে। তবে এই আহ্বানের তোয়াক্কা করছে না ইসরায়েল। এর বদলে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত অস্ত্র দিয়ে গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে তারা।

সূত্র: আল জাজিরা

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!