ঘ্রাণ, মীননাথের বাড়ি, আমাদের রাখালেরা এবং অন্যান্য কবিতা

নাজমুস সামস
নাজমুস সামস
2 মিনিটে পড়ুন

ঘ্রাণ

চাঁদের ফটোসেশানে দাঁড়াই
জানি এ জীবন লখিন্দরের লোহার বাসর
লোহা ভেদ করে ঢুকে পড়ে মনসা
আমরা নাদান বাচ্চা লোহার বাসর
পাবো কই। সামান্য ভূমিকম্পেই রাস্তায় নেমে আসি

তোমাদের কি কাঠ গোলাপের ঘ্রাণ শুনিয়েছি
জানোইতো কাঠ গোলাগ ভাঁজ করে
অলংকার বানানো যায়

সেই অলংকার পরে লেচুশাহর মাজারে
সিন্নি মানো তাহলেই পেয়ে যাবে
টিবির পুকুরের ঘ্রাণ

মীননাথের বাড়ি

অপরিপূর্ণ জোছনায় ভরে গেছে পৃথিবী
তাই আমরা যে জোছনা খাই
তা আসলে পিরানহা
আমাদের নিত্যদিনের ভালোবাসাকে
মটকির মধ্যে রেখে দেয়

- বিজ্ঞাপন -

তোমরাতো জানো আলেয়ার কথা
যা আসলে গুচ্ছ ফসফরাস
তোমাদের দিনকে চাঁদের
সমান একনিষ্ঠ করবে

চলোনা হারিয়ে যাই যাত্রাপালার মেলায়
যেখানে আরো আছে লক্ষন দাসের সার্কাস

আমাদের জীবনকে সুস্থ রাখতে হলে
জানা দরকার ইতিহাস, ঐতিহ্য
তাহলেই যেতে পারবো মীননাথের বাড়ি

ঘ্রাণ, মীননাথের বাড়ি, আমাদের রাখালেরা এবং অন্যান্য কবিতা
ঘ্রাণ, মীননাথের বাড়ি, আমাদের রাখালেরা এবং অন্যান্য কবিতা 41

আমাদের রাখালেরা

আমাদের রাখালেরা কখনো বাঘ বাঘ বলে
চিৎকার করেনা। যেদিন বাঘ আসে সেদিন
সে চিৎকার দেয়। তার চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসে

আমাদের রাখালরা গরুর পাকস্থলীর মধ্যে খাবার বানায়
যে খাবারে তুষ্ট হয়ে গরু তার উর্বর দুধ দেয়

- বিজ্ঞাপন -

আমাদের রাখালেরা জোনাক পোকাকে আদার খাওয়ায়
তাই তাদের ঘরে আলোর অভাব হয়না

আমাদের রাখালেরা সবুজ ঘাস আর বৃক্ষের সাথে খেলা করে তাই তাদের চশমা পরা লাগেনা

আমাদের রাখালেরা কাঠ কুড়ালি খেলে
তাই কাঠের কোন অভাব নাই তার

- বিজ্ঞাপন -

আমাদের রাখালেরা লেচুশাহর মাজারে
নিত্য সিন্নি মানে তাই তাদের খাওয়া পরার অভাব হয়না

তাই এসো যন্ত্রনা ভুলে রাখালরে
আমাদের গ্রামপিতা বানাই

নাম

তুমি বলেছিলে তোমার একটা নাম দিতে।
আমি ছয়দিন ছয়রাত্রির এই পৃথিবী বানিয়ে তোমার নাম দিয়েছি চন্দ্রছায়া
অথচ কি আশ্চর্য আমাকে একবারও জিগ্গেস না করে বসে আছো পিঁড়িতে তাই আমি তোমার রোদে পৃথিবী দেখি যে সব চেয়ে বেশী লুজার

ঘ্রাণ, মীননাথের বাড়ি, আমাদের রাখালেরা এবং অন্যান্য কবিতা
ঘ্রাণ, মীননাথের বাড়ি, আমাদের রাখালেরা এবং অন্যান্য কবিতা 42

বৃষ্টি

উচ্চ শিক্ষার্থে বিদেশ চলে গেছে মেঘ
তাই বৃষ্টি হচ্ছেনা। ব্যাাঙ এর নাকে যতোই
নোলক পড়াওনা কেন বৃষ্টি হবেনা

বৃষ্টি হচ্ছে সাহস সুর্মা ধান যেন চিটা হয়ে না যায়
তার জন্য বৃষ্টির প্রয়োজন
তোমাদের উঠানে একটা বাঁশ আলনা রেখো
তাতে দোল খেতে খেতে নিয়ে আসতে পারো বৃষ্টি

আর কমলারানীও দেওকে সরিয়ে স্নান করতে পারে

ঘ্রাণ, মীননাথের বাড়ি, আমাদের রাখালেরা এবং অন্যান্য কবিতা
ঘ্রাণ, মীননাথের বাড়ি, আমাদের রাখালেরা এবং অন্যান্য কবিতা 43

কবি

মরবো কিন্তু কাউকে মারবোনা
প্রতিহিংসা পরায়ন হয়না কবিরা
কবি মানে সোনালী আঁশ
কবি মানে আকাশ
কবি মানে ঢেউ তোলাসব
পূবালী বাতাস।

কবি মানে কমলারানী
কবি মানে গুনাই
কবি মানে একটুখানি
গজল গেয়ে শুনাই।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
জন্ম ও বেড়ে ওঠা বাংলাদেশের বিভিন্ন শহরে। বাবার চাকরির সুবাদে। ১৯৮৮ সাল থেমে লেখা লেখি শুরু। লিটল ম্যাগ আন্দোলনের কর্মী। বই বের হয়েছে ০৫টি। গুত্তা -ছড়াগর্থ সজলায়তন - কাব্যগ্রন্থ হার্মেন্টস কর্মীর পড়ে পাওয়া স্টাটাস- কান্যগ্রন্থ সোনারবাংলা রিকন্স্ট্রাকন - কাব্যগ্রন্থ নারকেল পাতার ঘড়িতে টাইম দেখি - কাব্যগ্রন্থ।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!