প্রাকৃতিক দুর্যোগে পরিবারপ্রতি সাড়ে ১৮ হাজার টাকা ক্ষতি: বিবিএস

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে দেশের দুর্যোগপ্রবণ এলাকায় গত ছয় বছরে আর্থিক ক্ষতি হয়েছে এক লাখ ৭৯ হাজার ১৯৮ টাকা। এটি দেশের মোট জিডিপির ১ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ পরিবারপ্রতি আর্থিক ক্ষতির পরিমাণ ১৮ হাজার ৪২৫ টাকা।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত ‘বাংলাদেশ পরিবেশ পরিসংখ্যান-২০২০’ এর প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রাজধানীর আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

২০১৫ থেকে ২০২০ সাল পর্যন্ত ছয় বছর বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এই জরিপ চালায়। জরিপে শস্য খাতে ২৮ দশমিক ৯০ শতাংশ, প্রাণিসম্পদে ৩ দশমিক ৯৮ শতাংশ, পোলট্রিতে ১.৫১ শতাংশ, মৎস্য খাতে ৩.৭১ শতাংশ ক্ষতি হয়েছে বলে তথ্য পাওয়া গেছে।

প্রাকৃতিক দুর্যোগের উচ্চঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ নবম। দেশের সব জেলার দুর্যোগপ্রবণ এলাকার খানাভিত্তিক জরিপটি পরিচালনায় পরিসংখ্যান ব্যুরো ঝড়, জলোচ্ছ্বাস, বন্যা, জলমগ্নতাসহ ১১টি প্রধান দুর্যোগ বিবেচনায় নিয়েছে।

পরিসংখ্যান ব্যুরো বলছে, এটি তাদের অন্যতম বৃহৎ জরিপ। এতে সাক্ষাৎকারের মাধ্যমে মোট ৭৫ লাখ ১৬ হাজার খানার তথ্য সংগ্রহ করা হয়েছে। এসব খানা বা পরিবারে জনসংখ্যা তিন কোটি ৪১ লাখ ১২ হাজার। সেই হিসাবে বলা যায়, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-পঞ্চমাংশ বড় ধরনের কোনো না কোনো প্রাকৃতিক দুর্যোগের শিকার।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও দুর্যোগ পরিসংখ্যান শক্তিশালীকরণ (ইসিডিএস) শীর্ষক প্রকল্পের পরিচালক মো. রফিকুল ইসলাম।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!