হলে একশো, না হলে শূন্য

সিদ্ধার্থ সিংহ
সিদ্ধার্থ সিংহ
2 মিনিটে পড়ুন
কথাশিল্পী সিদ্ধার্থ সিংহ

আমি বহু দিন ধরে একটা কথা বলে আসছি— ‘কবিতা এমন একটা শিল্প, হলে একশো, না হলে শূন্য।’

কিন্তু কাকে কবিতা বলব? কবিতার নানান ছন্দ, রীতিনীতি, নিয়ম থাকলেও কবিতা মূলত দু’টি ধারার।

একটি ধারা হল, সোজাসাপটা। সরাসরি। যেগুলোর মধ্যে একটা চমক থাকে। একটা নাটকীয়তা থাকে। একটা কাহিনি থাকে। যেগুলো বাচিকশিল্পীরা একদম লুফে নেন আবৃত্তি করার জন্য।

যেগুলোকে অনেকেই এখন ‘আবৃত্তিযোগ্য কবিতা’ বলেন। বিভিন্ন কবির যে কবিতাগুলোকে নিয়ে এক ধরনের অতি সস্তা দরের পাতি সংকলন তৈরি করা হয়, যেগুলো বিভিন্ন আবৃত্তির স্কুল এবং বাচিকশিল্পীরা তাঁদের ছাত্রছাত্রীদের শেখানোর জন্য হাতের কাছে রাখেন, চটজলদি জনপ্রিয় হওয়ার জন্য বেশ কিছু কবি যে ধরনের কবিতা লেখেন, সেই কবিতাগুলো হল এই ধারার কবিতা।

- বিজ্ঞাপন -

এগুলোকে কতটা কবিতা বলব, কতটা না-কবিতা বলব কিংবা আদৌ কবিতা বলব কি না, সে নিয়ে আমার নিজেরই যথেষ্ট দ্বন্দ্ব আছে।

আর একটি ধারা হল, মূলধারার কবিতা। কবিতার সৃষ্টি মুহূর্ত থেকে আবহমানকাল ধরে যে কবিতাগুলো পাঠককে নিভৃতে পড়িয়ে নিয়েছে, যে কবিতাগুলো মানুষকে বারবার ছুঁয়ে গেছে, যে কবিতাগুলো যত বারই পড়া হোক না কেন, প্রতিবারই নতুন কিছু দিয়ে যায়, সে ছন্দের কবিতাই হোক বা টানা গদ্যের, সেগুলোই হল মূল ধারার কবিতা।

প্রথমে যে ধারাটির কথা বললাম, সেটাকে কবিতা বলি বা না বলি, দ্বিতীয়টাকে কিন্তু কবিতা বলতেই হবে। কিন্তু শুধু কবিতা বললেই তো হল না, সেটা কতখানি কবিতা হয়ে উঠেছে, সেটাও একটা বড় ব্যাপার।

কারণ, ভাবনা থেকে শুরু করে শব্দ প্রয়োগ, বিষয় অনুযায়ী গঠনশৈলী, এমনকী একদম প্রথম শব্দ থেকে শেষ শব্দের মধ্যে কারুকার্যখচিত যে পথ, সেই পথটা এতটাই পিচ্ছিল যে, সামান্য ত্রুটি হলেই যে কোনও জায়গা থেকে পা পিছলে অনেকটাই দূরে সরে যেতে পারে কবিতা।

ফলে কবিতা রচনার সময় প্রতি পদে পদে কবিতা না হয়ে ওঠার একটা প্রবল সম্ভাবনা থাকে। সেই সম্ভাবনাগুলো অতি সন্তর্পণে পাশ কাটিয়ে কাটিয়ে যে লেখাটি অবশেষে সম্পূর্ণ কবিতা হয়ে ওঠে, সেটাই কবিতা।

- বিজ্ঞাপন -

আর নির্মিত হতে হতে যদি কোনও কবিতার সামান্যতমও পদস্খলন ঘটে, তা হলে সেটা আর যাই হোক না কেন, যত ভালই শুনতে লাগুক না কেন, সেটা আর কবিতা হয়ে ওঠে না।

কবিতা একেবারে অঙ্কের মতো। মাঝামাঝি কিছু হয় না। হলে একশো, না হলে শূন্য।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!