অস্তিত্ব সংকটে বনফুল কলমি

মাহাবুব খন্দকার
মাহাবুব খন্দকার - নাটোর প্রতিনিধি
2 মিনিটে পড়ুন
ছবি: মাহাবুব খন্দকার

কবি এ.কে.আজাদ লিখেছেন “কলমিলতা কলমিলতা-বিলের জলে ভাসো, মেঘ কাটলো চাঁদ উঠলো-একটুখানি হাসো।” কিন্তু বলাইচাঁদ মুখ্যোপাধ্যায় রচিত ‘নিমগাছ’ গল্পের নিমগাছের মতই অযত্নে ও অলক্ষ্যে জন্ম নেয় একটি কলমি ফুল।

কলমি Ipomoea acuatica মূলত জংলি লতা হিসাবে পরিচিত। কলমি আলাদা করে ফুলের মর্যাদা তেমন একটা দেয়া হয় না। তার কারণ হয়তো শাক হিসাবে আমাদের দেশে খাদ্য তালিকায় এর ব্যবহার।

আমাদের আসে-পাশে অনায়াসেই এক রকম অবহেলার মধ্যে জন্মেও এই ফুল সৌন্দর্য ও চমৎকারিত্বের সৌধরূপে প্রস্ফুটিত হয়েছে। বাংলার বিল-ঝিলসহ ছোট বড় বিভিন্ন জলাশয়ে বিশেষ করে বদ্ধ জলাশয়ে এই লতাগাছ বেশি জন্মে।

তবে অযত্নের মধ্যে জন্মেও কলমির স্নিগ্ধতায় প্রকৃতি ও পরিবেশের মধ্যে প্রাণের সঞ্চার ঘটায় একথা অনস্বীকার্য । জীবন্ত এই ফুলটি বেঁচে থাকার সজীব দৃষ্টান্ত হিসাবে আমাদের সামনে প্রতিয়মান হয়েছে এটাই সত্য।

অ অস্তিত্ব সংকটে বনফুল কলমি
অস্তিত্ব সংকটে বনফুল কলমি 39

প্রযুক্তির অগ্রসরতা প্রতিনিয়ত আমাদের পরিবেশকে সংকটাপন্ন করে তুলেছে। প্রযুক্তির সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধির অগ্রসরতাও নেহাত কম নয়। তাই তো বিল-ঝিল ভরাট করে তৈরি হচ্ছে আবাসস্থল, ইটভাটা, ইন্ড্রাসট্রিস যার ফলে ভরাট হচ্ছে জলাশয় এবং এতে করে কলমি আজ প্রায় বিলুপ্তের পথে।

নদীমাতৃক এই দেশে যেখানে-সেখানেই আগে কলমি ফুল দেখা যেত। এই ফুরে রূপ এতটাই আকর্ষণীয় যে পল্লী কবি জসীম উদ্দীন নিজেও কলমির স্নিগ্ধতায় বিমোহিত হয়েছেন। কবির রাখালী কাব্যে রূপসী বাংলার এক রূপসী নারীর রূপ বর্ণনায় কলমি ফুলকে উপমা হিসাবে ব্যবহার করেছেন।

বাংলা সাহিত্যের বিভিন্ন শাখায় বিভিন্নভাবে কলমি ফুলের উল্লেখ লক্ষণীয়। ঐতিহাসিক নাটোরের বিভিন্ন এলাকায় ছোট বড় জলাশয়ে এখনও চোখে পড়ে কলমি ফুল। যার সৌন্দর্যে যে কেউ মুগ্ধ হতে বাধ্য।

তবে প্রযুক্তি নির্ভর বর্তমান সময়ে হয়তো কলমি ফুল নিয়ে ভাবনা-চিন্তা তথা লেখা অতিসাধারণ কিছু মনে হতে পারে। তবে সত্যটা হল চিরযৌবনা এই কলমি ফুল খুব সাধারণ হয়েও অসাধারণ একটা কিছু হিসাবে নিজেকে হাজির করেছে আমাদের সামনে। তার অস্তিত্বকে টিকিয়ে রাখতে উদ্যোগ নেওয়া প্রয়োজন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
লেখক: মাহাবুব খন্দকার নাটোর প্রতিনিধি
সাংবাদিক এবং লেখক
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!