অনন্তলোকের পথে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী

লিটন রাকিব
লিটন রাকিব - সাহিত্য সম্পাদক
2 মিনিটে পড়ুন
কোলকাতার বইমেলায় কবি হাবীবুল্লাহ সিরাজী।

চির বিদায় কবি হাবীবুল্লাহ সিরাজী

কবি হাবীবুল্লাহ সিরাজী, ১৯৪৮ সালের ৩১ ডিসেম্বর ফরিদপুরে জন্মগ্রহণ করেন। বাংলাদেশ প্রকৌশল ও কারিগরি বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা লাভ করেন। কারিগরি শিক্ষা থাকলেও কবিতার জগতেই নিজেকে মেলিয়ে দেন হাবীবুল্লাহ সিরাজী।

ঢাকা ও কলকাতা দুই প্রধান শহরেই কবি হাবীবুল্লাহ সিরাজীর বিশেষ জনপ্রিয়তা ছিল। তাঁর প্রয়াণ সংবাদে শোকের ছায়া দুই বাংলায়। শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান কলকাতার সাহিত্যিকরা। ভারাক্রান্ত হৃদয়ে স্মৃতি রোমন্থনে বারবার উঠে আসছে এপার বাংলার সাহিত্য মহলে।

অনন্তলোকের পথে বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজী
পশ্চিমবঙ্গে কবি ও লেখকদের সঙ্গে হাবীবুল্লাহ সিরাজী

৩৩টি কাব্যগ্রন্থ, ১০টি ছড়ার সংকলন সহ তিনি লিখেছেন দুটি উপন্যাস ও অসংখ্য প্রবন্ধ। তাঁর কাব্যগ্রন্থগুলোর মধ্যে অন্যতম দাও বৃক্ষ দাও দিন, মোমশিল্পের ক্ষয়ক্ষতি, হাওয়া কলে জোড়াগাড়ি, নোনা জলে বুনো সংসার। জনপ্রিয় উপন্যাসগুলির মধ্যে রয়েছে- কৃষ্ণপক্ষে অগ্নিকাণ্ড, পরাজয়। আমার কুমার, দ্বিতীয় পাঠ, মিশ্রমিল, গদ্যের গন্ধগোকুল। শিশু সাহিত্যের মধ্যে ইল্লিবিল্লি, নাইপাই, রাজা হটপট, ফুঁ, মেঘভ্রমণ, ছয় লাইনের ভূত ও ছড়াপদ্য।

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় আমার একটি বই উদ্বোধনে সূদুর ঢাকা থেকে উড়ে এসেছিলেন বিশিষ্ট এই কবি। এত বড় মানুষ হওয়া সত্বেও কোন অহংকার তাকে ছুঁতে পারেনি আজীবন। অতিসাধারণ ছিল তাঁর জীবন যাপন। তিনি আমাদের সাথে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চা পান করেছিলেন, গল্প করেছিলেন অনেক অনেক, নিজের ব্যক্তিগত কতকথা শেয়ারও করে ছিলেন।অনেক ব্যস্ততার মধ্যে আমাদের সাথে অনেকক্ষণ সময় কাটিয়েছিলেন।

সরকারি আমন্ত্রণ জানিয়েছিলে আমাদের কিন্তু সেই আমন্ত্রনে সাড়া দিয়ে আমাদের আর যাওয়া হয়ে ওঠে নি। সেই না যাওয়ার যন্ত্রণা কুরে কুরে খাচ্ছে। যাইহোক সে সময়ে আমাদের সঙ্গে ছিলেন বিশিষ্ট কবি সুব্রত রুদ্র, কবি রফিক উল ইসলাম, কবি সুধীর দও, কবি আরফিনা, কবি নৃপেন চক্রবর্তী, প্রমুখেরা।

হাবীবুল্লাহ সিরাজী
হাবীবুল্লাহ সিরাজী

কবি ১৯৯১ সালে বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, ২০০৭ সালে বিষ্ণু দে পুরস্কার, ২০১০ সালে রূপসীবাংলা পুরস্কার, ২০১৬ সালে একুশে পদকসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন।

হাবীবুল্লাহ সিরাজী
হাবীবুল্লাহ সিরাজী

উল্লেখ্য তিনি ২০১৮ সাল থেকে বাংলা আকাডেমির দায়িত্বভার সামলাচ্ছিলেন। অবশেষে করোনার থাবা এবং ক্যানসারের মতো মারন রোগের কাছে হার মানতে হল। কবি যেখানেই থাকুন ভালো থাকুন, চির বিশ্রামে থাকুন; শান্তিতে থাকুন!

লেখক: তরুন কবি, সমাজকর্মী ও গবেষক: যাদবপুর বিশ্ববিদ্যালয়।

আরো পড়ুন

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
লেখক: লিটন রাকিব সাহিত্য সম্পাদক
লিটন রাকিব মূলত কবি। সহজ সরল ভাষা ও গভীর জীবনবোধ থেকে উৎসারিত তাঁর সৃষ্টি। ভালোবাসেন অরন্যের মত নির্জনতা। প্রথম কবিতা গ্রন্থ 'ঋতুর দান', ছড়া গ্রন্থ 'ছড়া দিলেম ছড়িয়ে' এবং সম্পাদিত গ্রন্থ 'গ্রামনগর ' এছাড়াও দীর্ঘদিন সম্পাদনা করে আসছেন 'তরঙ্গ ' পত্রিকা। প্রতিষ্ঠা করেছেন ভিন্নধর্মী সংগঠন 'আলোপথ'। তিনি নিয়মিত একাধিক দৈনিক সংবাদ পত্র সহ অনান্য পত্রিকায় লিখে চলেছেন। দেশে বিদেশে একাধিক সম্মানে সম্মানিত তরুন এই কবি ও গবেষক। এছাড়াও তিনি সাময়িকী'র সাবেক সাহিত্য সম্পাদক।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!