ইউক্রেইনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে হত্যার রুশ পরিকল্পনা, নারী গ্রেপ্তার
ইউক্রেইনের গোয়েন্দা সংস্থা এসবিইউ জানিয়েছে, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে হত্যার রুশ পরিকল্পনায় জড়িত থাকার দায়ে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এসবিইউ বলছে, জেলেনস্কি বন্যা দুর্গত মাইকোলাইভ সফরে যাওয়ার আগে এ সফরের সময়সূচি পাওয়ার চেষ্টা করছিলেন ওই নারী।
রাশিয়ার সামরিক বাহিনীকে সহায়তা করতে তাদেরকে তথ্য দেওয়ার জন্য প্রায়ই ইউক্রেইনের বাসিন্দাদের বিরুদ্ধে অভিযোগ তোলে কিইভ।
নারী গ্রেপ্তার হওয়ার বিষয়টি জেনেছেন বলে নিশ্চিত করেছেন জেলেনস্কি। তিনি বলেন, ‘দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ের’ বিষয়ে তাকে হালনাগাদ তথ্য দিয়েছে এসবিইউ।
তবে রাশিয়া এই গ্রেপ্তারির খবরে কোনও মন্তব্য করেনি। এক বিবৃতিতে এসবিইউ বলেছে, রুশদের কাছে গোয়েন্দা তথ্য পাচারের চেষ্টা করার সময় ওই নারীকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়েছে।
গত জুন ও জুলাইয়ে মাইকোলাইভ সফর করেছিলেন জেলেনস্কি। প্রথমত, কাখোভকা বাঁধ ভেঙে সেখানে বন্যার ক্ষয়ক্ষতি দেখা এবং পরে রাশিয়ার প্রচণ্ড গোলা হামলার পর পরিস্থিতি দেখতে ওই সফরে যান তিনি।
জেলেনস্কির সফরের আগেই তার ওপর হামলা হতে পারে, এমন পরিকল্পনার কথা গোয়েন্দারা জানতে পেরেছিলেন বলে জানিয়েছে এসবিইউ। এজন্য সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছিল।
এসবিইউ বলছে, মাইকোলাইভে আকাশপথে বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করছিল রাশিয়া। আর গ্রেপ্তার হওয়া ওই নারী মাইকোলাইভের বিভিন্ন সামরিক স্থাপনা ও গোলাবারুদের গুদামের অবস্থান রাশিয়াকে জানানোর চেষ্টা করছিলেন। যাতে রুশ বাহিনী সেগুলোকে হামলার নিশানা করতে পারে।
গোয়েন্দারা বলেন, ওই নারীর বাড়ি মাইকোলাইভের ওচাকিভ শহরে। সেখানকার সামরিক ঘাঁটির একটি দোকানে কাজ করতেন তিনি। সামরিক স্থাপনার ছবি তুলে এবং পরিচিতদের কাছ থেকে তিনি তথ্য সংগ্রহের চেষ্টা করেছিলেন।
জেলেনস্কির সফরের সময় তার ওপর হামলা ঠেকাতে নিরাপত্তা ব্যবস্থা নেন গোয়েন্দারা। আর ওই নারীর ওপর তারা নজর রাখছিলেন। পরে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।