ন্যাটো সেনাদের ওপর জাতিগত সার্বিয়ানদের হামলা, আহত ২৫

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
ন্যাটো সৈন্যদের সামনে আন্দোলনকারীরা। ছবি রয়টার্স

ন্যাটো সেনাদের ওপর জাতিগত সার্বিয়ানদের হামলা, আহত ২৫

বালকান অঞ্চলের দেশ কসোভোতে ন্যাটো সেনাদের ওপর হামলা চালিয়েছে জাতিগত সার্বিয়ানরা।

নিজ সেনাদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ন্যাটো বলেছে, ‘এটি পুরোপুরি অগ্রহণযোগ্য।’ এ হামলায় ২৫ সেনা আহত হয়েছে বলেও জানিয়েছে সামরিক জোটটি।

ন্যাটো সেনাদের ওপর জাতিগত সার্বিয়ানদের হামলা, আহত ২৫
সেনাদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ন্যাটো । ছবি রয়টার্স

কসোভোর উত্তর দিকে বসবাস করেন জাতিগত সার্বিয়ানরা। এসব সার্বিয়ানদের অঞ্চল কসোভোতে হলেও তারা কসোভোর কেন্দ্রীয় সরকারের আইনসহ কোনো কিছু মানতে চান না।

উত্তর দিকে যেসব সার্বিয়ান বাস করেন সেখানে গত ২৫ মে তিনজন মেয়র দায়িত্ব গ্রহণ করেন। তারা উপনির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন। কিন্তু এই নির্বাচন বয়কট করেন জাতিগত সার্বিয়ানরা। ফলে যেসব মেয়র দায়িত্ব গ্রহণ করেছেন তাদের বাঁধা দেওয়ার চেষ্টা করেছেন তারা। এমনকি সরকারি ভবনে ঢুকে পড়ার চেষ্টা করেন তারা।

- বিজ্ঞাপন -

আর এসব আন্দোলনকারীদের ঠেকাতে মানবে দেওয়াল তৈরি করেছিলেন ন্যাটো সেনারা। ওই সময়ই সার্বিয়ানরা তাদের ওপর হামলা চালান।

গত এপ্রিলে কসোভোর উত্তরাঞ্চলের ওই তিনটি আসনে উপনির্বাচন হয়। এতে জাতিগত আলবেনিয়ানরা জয়ী হয়। তবে জাতিগত সার্বিয়ানরা এ নির্বাচন বয়কট করায় সবমিলিয়ে মাত্র ৪ শতাংশ ভোট পড়ে।

ন্যাটো সেনাদের ওপর জাতিগত সার্বিয়ানদের হামলা, আহত ২৫
বিক্ষোভকারীদের সাথে সংঘর্ষের পর একটি ট্র্যাশ কন্টেইনার পুড়ে যায়। ছবি রয়টর্সা

কসোভোর উত্তর দিকে এমন পরিস্থিতি সৃষ্টির জন্য কসোভোর সরকারকে দোষারোপ করেছে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

ন্যাটো সেনাদের ওপর জাতিগত সার্বিয়ানদের হামলা, আহত ২৫
সেনাদের ওপর হামলার নিন্দা জানিয়েছে ন্যাটো । ছবি রয়টার্স

এদিকে ২০০৮ সালে সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা লাভ করে কসোভো। দেশটির জনসংখ্যার প্রায় ৯০ ভাগই হলেন জাতিগত আলবেনিয়ান। তবে কসোভোর উত্তরাঞ্চলটি জাতিগত সার্বিয়ান অধ্যুষিত। এ অঞ্চলের মানুষ কসোভোর সরকারের কোনো নির্দেশনা মানতে চান না।

ন্যাটো সেনাদের ওপর জাতিগত সার্বিয়ানদের হামলা, আহত ২৫
সর্তকভাবে অবস্থান নিয়েছে সৈন্যরা । ছবি রয়টার্স

স্বাধীনতা লাভের পর সার্বিয়ার কাছ থেকে এখনো স্বীকৃতি পায়নি কসোভো। সার্বিয়ার বর্তমান প্রেসিডেন্ট আলেক্সান্ডার ভুকিক জানিয়েছেন, তারা কখনো কসোভোকে স্বীকৃতি দেবেন না।

- বিজ্ঞাপন -
ন্যাটো সেনাদের ওপর জাতিগত সার্বিয়ানদের হামলা, আহত ২৫
সৈন্যরা পৌরসভা অফিসের সামনে পাহারা দিচ্ছে, যখন জাতিগত সার্বিয়ানরা প্রতিবাদ করতে জড়ো হচ্ছে। ছবি রয়টার্স

সূত্র: বিবিসি

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!