এক সপ্তাহে ২০০ ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেফতারের দাবি ইসরায়েলের

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
দুজন ইসরায়েলি সেনা ধ্বংসাবশেষের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছেন। ছবি রয়টার্স

এক সপ্তাহে ২০০ ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেফতারের দাবি ইসরায়েলের

অবরুদ্ধ গাজা থেকে গত এক সপ্তাহে ফিলিস্তিনি সশস্ত্র প্রতিরোধী গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদের ২০০ সদস্যকে গ্রেফতার করেছে ইসরায়েল। গ্রেফতারকৃতদেরকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা শিন বেটের শনিবারের যৌথ বিবৃতিতে বলেছেন, গাজায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজন শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তারপর অন্তত ২০০ যোদ্ধাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

এক সপ্তাহে ২০০ ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেফতারের দাবি ইসরায়েলের
একটি ট্যাংকের উপর দাড়িয়ে আছেন কয়েকজন ইসরায়েলি সেনা। ছবি সংগৃহীত

ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের পর থেকে ৭০০ ফিলিস্তিনি যোদ্ধাকে গ্রেফতার করা হয়েছে। কিছু সন্দেহভাজন সাধারণ নাগরিকের মাঝে লুকিয়ে রয়েছেন। আর কিছু স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন।

বিবিসি বলছে, ইসরায়েলের এই দাবির সত্যতা এখনও যাচাই করতে পারেনি সংবাদমাধ্যমটি।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা শনিবার এক প্রতিবেদনে জানিয়েছে, গাজার বুরেজ শরণার্থী শিবিরে হামলা করেছে ইসরায়েলি বাহিনী। তাছাড়া জাবালিয়া ও নুসেইরাত শিবিরেও হামলা করেছে তারা। এই ঘটনায় অনেক মানুষ নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ৭৮তম দিন। ফিলিস্থিতিনি কর্তৃপক্ষ জানিয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনে ২০ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী, শিশু, অপ্রাপ্তবয়স্ক কিশোর-কিশোরী ও বয়স্ক লোকজন রয়েছেন।

যেসব শর্ত থাকছে হামাস-ইসরায়েলের সম্ভাব্য সমঝোতায়
গাজায় ট্যাংক দিয়ে গেলাবর্ষন করছেন ইসরায়েলি সেনারা। ছবি রয়টার্স

সেই সঙ্গে আহত হয়েছেন আরও ৫২ হাজার ৫৮৬ জন ফিলিস্তিনি। তাছাড়া এখনও নিখোঁজ রয়েছেন ৬ হাজার ৭০০ জন। শুধু তাই না, হাজার হাজার ফিলিস্তিনি ঘর বাড়ি হারিয়ে আশ্রয় নিয়েছেন বিভিন্ন স্কুল, সরকারি প্রতিষ্ঠান ও হাসপাতাল প্রাঙ্গণে।

প্রতিবেদনে বলা হয়েছে, এখন পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ২০০ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলের স্থল অভিযানে লক্ষ্য পূরণ হবে?
একটি ট্যাংকের মধ্যে বসে আছেন এক ইসরায়েলি সেনা। ছবি রয়টার্স

ইসরায়েল-হামাসের সংঘাতের প্রভাব সম্পর্কে জাতিসংঘ বলছে, ইসরায়েলের সর্বশেষ উচ্ছেদের আদেশে মধ্য গাজার প্রায় এক লাখ ৫০ হাজার মানুষের ওপর প্রভাব পড়ছে। এই পরিস্থিতিতে গাজায় কোনও নিরাপদ জায়গা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!