ধর্মীয় নেতাকে শিক্ষামন্ত্রী করলো আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন

কান্দাহারের ধর্মীয় নেতাকে শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছে আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) এ সংক্রান্ত এক আদেশ জারি করেছেন গোষ্ঠীটির শীর্ষনেতা হাইবাতুল্লাহ আখুনজাদা। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

শিক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়া হাবিবুল্লাহ আগা কান্দাহারের প্রাদেশিক পরিষদের প্রধান মৌলভি ছিলেন। তিনি শীর্ষনেতার আদেশক্রমে ভারপ্রাপ্ত শিক্ষামন্ত্রী পদে নুরুল্লাহ মুনিরের স্থলাভিষিক্ত হবেন।

এক বছর আগে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে লাখ লাখ নারী শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে।

৬৮ বছর বয়সী আগা বুধবার (২১ সেপ্টেম্বর) এএফপিকে বলেন, আমি সর্বোচ্চ নেতার দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ করব। নারী শিক্ষার বিষয়ে তিনি নিজের মতামত জানাতে অস্বীকার করেন।

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের কেনেডি স্কুলের ফেলো ও আফগান বিশেষজ্ঞ নিশাঙ্ক মোতওয়ানি বলেন, হাবিবুল্লাহ আগার নিয়োগের মধ্যে দিয়ে দেশটিতে নারীদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর পথ রহিত হল।

এর আগে গত মার্চে নারীদের শিক্ষা প্রতিষ্ঠান ফের চালুর ঘোষণা দিয়েছিলেন বিদায়ী শিক্ষামন্ত্রী নূরুল্লাহ মুনির। তালেবান সরকারকে স্বীকৃতি দিতে মাধ্যমিক বিদ্যালয় পুনরায় চালু করাকে অন্যতম শর্ত দিয়েছে আন্তর্জাতিক সম্প্রদায়।

গত বছর ক্ষমতা দখলের কয়েক সপ্তাহের মধ্যে ইসলামের কঠোর দৃষ্টিভঙ্গি মেনে চলার জন্য নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করতে শুরু করে তালেবান।

এছাড়াও সরকারি চাকরি থেকে নারীদের অপসারণ ও সবাইকে বোরকা পরারও নির্দেশ দেয় তারা। নতুন শিক্ষামন্ত্রী আগা তালেবানের প্রথম শাসনামলে ১৯৯৬-২০০১ সাল পর্যন্ত বিচারক ছিলেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!