প্রতি ডলারে ১০ টাকা মুনাফা করছে ব্যাংক

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
1 মিনিটে পড়ুন
সম্প্রতি বাংলাদেশ আমদানির ক্ষেত্রে ডলার সাশ্রয় করতে নানা উদ্যোগ নিয়েছে। ফাইল ছবি

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, “ব্যাংকগুলো প্রতি ডলার বিক্রি করে ১০ টাকা করে লাভ করছে।”

তিনি বলেন, ‘‘দেশে ব্যাংকগুলোকে ব্যবসা করার লাইসেন্স দেয়া হয়েছে, কিন্তু ১ ডলারে ১০ টাকা মুনাফা করার লাইসেন্স দেয়া হয়নি।”

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন এসব মন্তব্য করেন।

তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় ব্যাংক ৯৪ টাকায় ডলার দেবে, আর অন্যান্য ব্যাংক তা ১০৫-১১০ টাকায় বিক্রি করবে, আমরা তা চাই না।’’

তিনি আরও বলেন, ‘‘অনেক শেয়ার ব্যবসায়ী ডলারে লেনদেন শুরু করেছেন।”

জসিম উদ্দিন বলেন, ‘‘আমরা দীর্ঘমেয়াদি ঋণের জন্য অনেক দিন ধরে বলে আসছিলাম। আগে শিল্পঋণ ছিল, কিন্তু এখন কিন্তু ও রকম ঋণ নেই। আমরা ব্যাংকগুলোকে ঋণের নির্দিষ্ট অংশ দীর্ঘমেয়াদি ঋণ হিসেবে দেওয়ার প্রস্তাব দিয়েছি।’’

এফবিসিসিআইয়ের দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, ‘‘এফবিসিসিআই দাবি করছে, গ্রুপের কোনো একটি প্রতিষ্ঠান ঋণখেলাপি হলে সেটা আলাদা করা যায় কি না। কিন্তু গভর্নর এ প্রস্তাব নাকচ করে দিয়েছেন।”

তিনি বলেন, ডলারের দাম বাড়িয়ে যেসব মানি চেঞ্জার ও ব্যাংক মুনাফা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।”

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!