২৪ ঘন্টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসোলেশন (অবজারবেশন) ওয়ার্ডে ৩ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি
বরিশাল প্রতিনিধি
2 মিনিটে পড়ুন
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের আইসোলেশন (অবজারবেশন) ওয়ার্ডে ৩ জন রোগী মৃত্যুবরণ করেছেন।

করোনার উপসর্গ নিয়ে মৃত্যুবরণকারী তিনজনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য আর টি পিসিআর ল্যাবে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন শেবাচিম হাসপাতালের উপ পরিচালক ডা: আব্দুর রাজ্জাক।

এদিকে গত ২৪ ঘন্টায় এ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ১০ জন রোগী ভর্তি হয়েছেন ও ২ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।

বর্তমানে করোনা ও আইসোলেশন দুটি ওয়ার্ডে রোগী রয়েছেন ৬১ জন, যারমধ্যে করোনা ওয়ার্ডে ১৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য গত বছর থেকে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে ৪ হাজার ২৭৯ জন রোগী ভর্তি হয়েছেন, যারমধ্যে করোনায় আক্রান্ত ছিলেন ১ হাজার ২৮৩ জন।

মোট রোগীর মধ্যে ৩ হাজার ৫৬০ জন রোগী এ হাসপাতাল থেকে ছাড়পত্র ও রেফার্ড হয়েছেন।

আর এ হাসপাতালে চিকিৎসাধীন মোট রোগীর মধ্যে ১৯২ জন করোনা ওয়ার্ডে ও ৪৬৬ জন রোগী আইসোলেশন ওয়ার্ডে মৃত্যুবরণ করেছেন।

এছাড়া মৃতুবরণকারী ১৮ জনের নমুনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হয়েছে।

এ নিয়ে এ হাসপাতালের আইসোলেশন ও করোনা ওয়ার্ডে মোট ৬৫৮ জনের মৃত্যু হয়েছে।

শেবাচিম হাসপাতালের পরিচালকের কার্যালয়ের তথ্য সংরক্ষক জে. খান স্বপন জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআর ল্যাবে ১৮৮ জনের করোনা পরীক্ষা করা হয়।

এর মধ্যে ১২ শতাংশের করোনা পজিটিভ এসেছে। অর্থাৎ ১৫৭ জন নেগেটিভ ও ২৫ জন পজেটিভ।

এদিকে বরিশাল বিভাগে নতুন করে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং মৃত্যু হয়েছে ১ জনের।

গত ২৪ ঘন্টায় গোটা বিভাগে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫ জন এবং সুস্থ হয়েছেন ৩৩ জন রোগী।

এ নিয়ে বরিশাল বিভাগে মোট করোনায় আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৪৬৭ জন, যারমধ্যে মৃত্যু হয়েছে ২৮৬ জন। এরমধ্যে সবথেকে বেশি ১২১ জনের মৃত্যু হয়েছে বরিশাল জেলায়।

এছাড়া মোট আক্রান্তের মধ্যে মোট সুস্থ হয়েছে ১৩ হাজার ৬৪৫ জন রোগী এবং হাসপাতালে ভর্তি আছেন ২ হাজার ৩২৭ জন রোগী।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!