দুদিন পর খুললো নিউমার্কেট

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সমঝোতা হওয়ার পর খুলতে শুরু করেছে রাজধানীর নিউমার্কেট ও আশপাশের বিপণিবিতানগুলো। সকাল থেকে ব্যবসায়ীরা তাদের দোকানপাট খুলতে শুরু করেছেন। তবে ঢাকা কলেজের উল্টোপাশের মার্কেটগুলো এখনো খোলেনি।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিউমার্কেটের চারটি ফটকের মধ্যে তিনটি খুলে দেওয়া হয়। একটি ফটক ভাঙা থাকায় সেটি মেরামতের কাজ চলায় বন্ধ রয়েছে।

নিউমার্কেটে গিয়ে দেখা যায়, অল্প কয়েকটি দোকান খুলেছে। বাকিগুলো খোলার প্রস্তুতি চলছে। নিউমার্কেটের রাস্তার ওপর থাকা কিছু দোকানও খোলা। তবে পুরোপুরি বন্ধ রয়েছে চন্দ্রিমা মার্কেট, নূরজাহান মার্কেট ও গ্লোব শপিং সেন্টার। খলা রয়েছে গাউছিয়া মার্কেটের কিছু কিছু দোকান। চাঁদনিচক মার্কেটে গিয়েও কিছু দোকান খোলা দেখা যায়।

বুধবার মধ্যরাত থেকে ভোর পর্যন্ত ব্যবসায়ী, শিক্ষা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি, ঢাকা কলেজ প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এক যৌথ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে সমঝোতায় পৌঁছালে বৃহস্পতিবার সকালে নিউমার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর সকাল ১০টায় নিউমার্কেটের চারটি ফটকের মধ্যে তিনটি খুলে দেওয়া হয়।

সব পক্ষের মধ্যে হওয়া ওই বৈঠকে সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক নেহাল আহমেদ। বৈঠকটি অনুষ্ঠিত হয় বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (সায়েন্স ল্যাবরেটরি) সভাকক্ষে।

বৈঠক শেষে নেহাল আহমেদ বলেন, নিউমার্কেটসহ সব দোকানপাট খুলে দেওয়া হবে। ছাত্রদের ছুটি ও হলে থাকার বিষয়ে সিদ্ধান্ত নেবে কলেজ কর্তৃপক্ষ। ছাত্রদের দাবিগুলোর প্রায় সবই যৌক্তিক— এ কারণে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবিগুলো মানা হয়েছে। শিগগিরই মনিটরিং সেল গঠন করা হবে।

এ বিষয়ে ঢাকা নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহিন বলেন, ধীরে ধীরে আশপাশের দোকানদাররা দোকান খুলতে শুরু করেছেন। অনেক দোকানপাট ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলোর মেরামত চলছে। দোকান মালিকরা সেগুলো করছেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!