বিসিসি মেয়রের বিরুদ্ধে মামলা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

আদাল‌তের নির্দেশ অমান্য ক‌রে শিশু পার্ক নির্মাণ কাজ চা‌লি‌য়ে যাওয়ায় ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের মেয়র সের‌নিয়াবাত সা‌দিক আব্দুল্লাহ ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারুখ হো‌সে‌নের বিরু‌দ্ধে মামলা দা‌য়ের করা হ‌য়েছে। মঙ্গলবার (০১ ফেব্রুয়ারি) বরিশাল সদর সি‌নিয়র সহকা‌রী জজ আদাল‌তে মামলা‌টি ক‌রেন নগরীর কা‌জিপাড়া এলাকার বা‌সিন্দা ম‌নোয়ার হো‌সেন হাওলাদার।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বেঞ্চ সহকারী মো. জালাল।

বাদী প‌ক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, আদালতের বিচারক রুবাইয়া আ‌মেনা মামলা আম‌লে নি‌য়ে আ‌দে‌শের জন্য পরবর্তী দিন ধার্য করে‌ছেন। তিনি মামলার বরাত দিয়ে বলেন, ঢাকা-ব‌রিশাল মহাসড়ক সংলগ্ন নগরীর ২২ নং ওয়া‌র্ডের ম‌ধ্যে সাহান আরা আব্দুল্লাহ শিশুপার্ক নির্মা‌ণের কাজ চালিয়ে যাচ্ছে।

নগরীর কা‌জিপাড়া এলাকার বা‌সিন্দা ম‌নোয়ার হো‌সেন হাওলাদা‌রের (.০১৫০ একর) জ‌মি‌ নিয়ে বিরোধ থাকায় ২০১৯ সা‌লে স্থি‌তিবস্থা জারি করেন আদালত। কিন্তু আদালতের সেই নির্দেশ উপেক্ষা করে মনোয়ার হোসেনের মালিকানাধীন মেসার্স হাওলাদার এন্টারপ্রাইজ না‌মে ব্যবসা‌ প্রতিষ্ঠান বুল‌ডোজার দি‌য়ে গুঁঁড়িয়ে দেয় সি‌টি কর‌পো‌রেশন।

বরিশাল সড়ক ও জনপথ বিভাগ থেকে জানা গেছে, সড়ক ও জনপথের মালিকানাধীন জমি কর্তৃপক্ষের অনুমতি ছাড়া দখল করে মূল সড়কের পাশেই ঝুঁকিপূর্ণ স্থানে সিটি মেয়র সাদিক আব্দুল্লাহর মা সাহান আরা আব্দুল্লাহর নামে শিশুপার্ক নির্মাণ করছে নগর কর্তৃপক্ষ। যেখানে পার্ক নির্মাণ করা হচ্ছে সেখান থেকে থ্রি হুইলার চলাচ‌লের পথ ছিল।

বরিশাল সড়ক ও জনপথের সড়ক উপবিভাগ-১ এর উপবিভাগীয় প্রকৌশলী ফিরোজ আজম খান জানিয়েছেন, সিটি করপোরেশন সড়ক ও জনপথের জমিতে শিশুপার্ক নির্মাণ করলেও তারা কোনো অনুমতি নেয়নি। যেখানে পার্ক নির্মাণ করছে তা সিটি করপোরেশনের জমি নয়, সওজের জমি। ইতোমধ্যে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!