বরিশালে পনেরো মৃৎশিল্পীকে সম্মাননা প্রদান মঙ্গলবার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন

আগামী সাতাশ আশ্বিন,বারো অক্টোবর, মঙ্গলবার বরিশালে ঐতিহ্যবাহী তেরোতম মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা সকাল দশটায় দিন ব্যাপী বরিশাল জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সংস্কৃত বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, কে এম খালিদ এম পি মহোদয় উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে অনলাইনে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করবেন।

‘মৃৎশিল্পী সম্মেলন ও সম্মাননা’ এর আয়োজনে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিশেষ অতিথি হিসেবে অনলাইনে সংযুক্ত হবেন বাংলাদেশ লোক কারুশিল্প ফাউন্ডেশনের পরিচালক জনাব ড. আহমেদ উল্লাহ ও শিল্পাচার্য জয়নুল আবেদিন এর পুত্র শিল্পানুরাগী, প্রকৌশলী ময়নুল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে বরিশালের মান্যবর জেলাপ্রশাসক জসীম উদ্দীন হায়দার উপস্থিত থেকে মৃৎশিল্পীদের সম্মাননা ও সহায়তা প্রদান করবেন।

অনুষ্ঠানে বরিশালের সংস্কৃতি ও সামাজিক অঙ্গনের ব্যাক্তিরা ছাড়াও বরিশাল ও বরিশালের বাইরের দেশের বিভিন্ন স্থান থেকে গুণী মৃৎশিল্পীরা ও তাদের সহযোগীরা অংশ নেবেন। এই উপলক্ষে নকশী পিঠার ছাঁচের এক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে উদ্বোধনী সংগীত ও নৃত্য পরিবেশন করেন শিল্পীবৃন্দ। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা মহেশপুর পাল পাড়া নিয়ে একটি ডকুমেন্টরী প্রদর্শন করা হবে।

আজীবন ক্যাটাগরিতে সম্মাননাপ্রাপ্ত মৃৎশিল্পীদের প্রত্যেককে নগদ দশ হাজার টাকা, অন্যান্য ক্যাটাগরীতে নগদ পাঁচ হাজার টাকা, ক্রেস্ট উত্তরীয় ও বস্ত্র প্রদান করা হবে।

এছাড়াও অংশগ্রহনকারীদের প্রত্যেককে নগদ অর্থ ও বস্ত্র প্রদান করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাখাল চন্দ্র দে।

যারা সম্মাননা পাচ্ছেন আজীবন ক্যাটাগরি:
আজীবন ক্যাটাগরি-গুণরাজ- শিল্পাচার্য জয়নুল আবেদিন মৃৎশিল্পী সম্মাননা, আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের জয়দেব পাল।
আজীবন ক্যাটাগরি নকশী পিঠার ছাঁচ- শিল্পী চিত্ত হালদার সম্মাননা পেয়েছেন মাদারীপুর জেলার ডাসার উপজেলার শশীকর গ্রামের উমা রানী বিশ্বাস।

অন্যান্য ক্যাটাগরিতে:
সাথী রানী দে মৃৎশিল্পী সম্মাননা- মৃৎপাত্র-ক্যাটাগরি-শোভা রানী পাল মহেশপুর,বাকেরগঞ্জ, বরিশাল।
শিল্পী বলহরি সাহা মৃৎশিল্পী সম্মাননা- শখের হারি ক্যাটাগরি-সুশান্ত কুমার পাল, রাজশাহী
রাজ্জাক মমতাজ সেবা সংগঠন, মৃৎশিল্পী সম্মাননা- মনসার ঘট-ক্যটাগরি- তুলশী রানী পাল, হিমানন্দকাঠী, ঝালকাঠী।
ক্রাফটস ভিলেজেস লি: মৃৎশিল্পী সম্মাননা-মৃৎপাত্র ক্যাটাগরি- কানাই চন্দ্র পাল, মদনপুরা, বাউফল, পটুয়াখালী।
অনিমা রানী খা- মৃৎশিল্পী সম্মাননা- মাটির পুতুল ক্যাটাগরি- শোভা রানী পাল, টাঙ্গাইল।
শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরী নাটু বাবু মৃৎশিল্পী সম্মাননা- গুণরাজ ক্যাটাগরি- রুপক পাল, কলসকাঠী, বাকেরগঞ্জ, বরিশাল।
এস এস হেলেঞ্চা লি: মৃৎশিল্পী সম্মাননা-গুণরাজ ক্যাটাগরি- বিনোদ পাল পিরোজপুর।
শৈলবালা ঘোষ মৃৎশিল্পী সম্মাননা- গুণরাজ ক্যাটাগরি-নিতাই পাল রাজবারি।
মঙ্গল শোভাযাত্রা গবেষণা ও প্রসারকেন্দ্র মৃৎশিল্পী সম্মাননা- গুণরাজ ক্যটাগরি- অসীম পাল, রাজবাড়ি।
দৈনিক শাহনামা মৃৎশিল্পী সম্মাননা- মৃৎপাত্র ক্যাটাগরি-তপন কুমার পাল- নবগ্রাম ঝালকাঠী।
পি এ্যান্ড পি মৃৎশিল্পী সম্মাননা গুণরাজ ক্যাটাগরি- শেখর পাল পিরোজপুর।
মৃৎশিল্পী সম্মাননা গুণরাজ ক্যাটাগরিতে- রণজিৎ পাল ভাঙ্গা, ফরিদপুর।
সংগ্রামী সুধীর সেন মৃৎশিল্পী সম্মাননা- মাটির পুতুল ক্যাটাগরি- বিশ্বনাথ পাল, নওগা।

এ ছাড়াও আগৈলঝাড়া উপজেলার গৈলা গ্রামের মৃৎশিল্পী জয়দেব পাল এর ছেলে সুজন পাল রোবট প্রস্তুত করায় বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!