সিরাজগঞ্জের শাহজাদপুরে মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে দুইজন নিহত হয়েছে ।
জানা গেছে, উপজেলার কায়েমপুর ইউনিয়নের চর আঙ্গারু গ্রামের আমানত হোসেনের ছেলে জুয়েল রানা ( ২৪ ) এবং নরিনা ইউনিয়নের বাতিয়া গ্রামের জালাল উদ্দীন ভোলা পন্ডিতের ছেলে আলহাজ্ব আলী (৫৫) বিকেল ৫ টায় বজ্রপাতে নিহত হয় । নিহত জুয়েল এ সময় কোনাবাড়ি মাঠে ধান কাটার জন্য অবস্থান করছিল এবং বাতিয়া গ্রামের আলহাজ্ব আলী বাতিয়া মাঠে খড় শুকানোর সময় বজ্রপাতে তাদের মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।