একই রশিতে গাছে কিশোর কিশোরীর ঝুলন্ত লাশ, আরেক জায়গায় ঘর থেকে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার
পটুয়াখালীতে একই দিনে প্রেমের কারনে তিন কিশোর-কিশোরী আত্মহত্যা করেছে। এর মধ্যে একজায়গায় একই রশিতে গাছে কিশোর কিশোরীর ঝুলন্ত লাশ এবং আরেক জায়গায় ঘরে কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, লাশ তিনটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পটুয়াখালী সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের দক্ষিণ বিরাজলা গ্রামে এক গাছে একই রশি থেকে কিশোর কিশোরীর ঝুলšত লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মৃত নাসরিন অষ্টম শ্রেনীর ছাত্রী ও সোহেল এস এসসি পাশ করেছে।
শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করেছে সদর থানা পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার মাদারবুনিয়া ইউনিয়নের দক্ষিণ গ্রামের মজিবর হোসেনের ছেলে সোহেলের সাথে ওই একই গ্রামের মোহাম্মদ হাবিব হোসেনের মেয়ে নাসরিনের সাথে প্রেমের সম্পর্ক চলছিল। পারিবার তাদের এ সম্পর্ক মেনে নেয়নি।
পরে শনিবার গভীর রাতে তারা বাগানে গিয়ে একই গাছে একই রশিতে গলায় ফাঁস দেয়। সকালে তাদের একই রশিতে ঝুলন্ত লাশ দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।
অপর এক ঘটনায় সদর উপজেলার জৈনকাঠি ইউনিয়নের কৌড়াখালী গ্রাম থেকে তানজিলা (১৫) নামে আরও এক কিশোরীর ঝুলšত মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় জানায়-তানজিলা আক্তার প্রতিবেশি আউলিয়াপুর ইউনিয়নের জোবায়েদ নামে এক আত্মীয়ের সাথে প্রেমে পড়ে বিবাহের জন্য পরিবারের কাছে আগ্রহ জানায়।
কিন্তু পরিবার এতে আপত্তি দিলে শনিবার রাতে গলায় রশি বেঁধে সে শয়ন কক্ষে আত্মহত্যা করে।
উভয় ঘটনায়ই অপমৃত্যুর মামলা দায়ের করে মৃতদেহগুলো ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।