কৃষ্ণসাগরে রাশিয়ার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন
আক্রমণের কয়েক দিন আগে বসফরাস প্রণালীতে তোলা ছবিতে বাল্ক ক্যারিয়ার ভাইসোস। ছবি রয়টার্স

কৃষ্ণসাগরে রাশিয়ার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ

কৃষ্ণসাগরে রাশিয়ার সামরিক বাহিনীর পেতে রাখা মাইনের আঘাতে একটি কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে জাহাজের দুই ক্রু আহত হয়েছেন এবং জাহাজটি তার গতি ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

ক্ষতিগ্রস্ত এই জাহাজটি শস্য নেওয়ার জন্য ইউক্রেনের একটি বন্দরে যাচ্ছিল। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

Untitled 1 65 কৃষ্ণসাগরে রাশিয়ার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ
কৃষ্ণসাগর। ছবি সংগৃহীত

প্রতিবেদনে বলা হয়েছে, কৃষ্ণসাগরে রাশিয়ার মাইনের আঘাতে পানামার পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন। তারা বলছেন, গত বুধবারের ওই বিস্ফোরণে জাহাজের দুই ক্রু আহত হয়েছেন এবং বিস্ফোরণের জেরে জাহাজটি তার গতি ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।

ইউক্রেন বলেছে, ভাইসোস নামের ওই জাহাজটি শস্য বোঝাই করতে দানিউব নদীর একটি বন্দরে যাচ্ছিল।

- বিজ্ঞাপন -

বিবিসি বলছে, জাতিসংঘ-সমর্থিত কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর একতরফাভাবে ঘোষিত সামুদ্রিক করিডোর ব্যবহার করে শস্য রপ্তানি অব্যাহত রেখেছে ইউক্রেন। তবে এখানেও প্রায়ই হামলার ঘটনা ঘটছে।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ সর্বশেষ ঘটনার বিষয়ে একটি ছবি প্রকাশ করেছে। যাতে বিস্ফোরণের জেরে জাহাজের ওপরের ডেকে আগুন লেগেছে বলে দেখা যায়। তবে মেরামতের জন্য এটিকে বন্দরে নিয়ে যেতে কাজ চলছে বলে জানানো হয়েছে।

jahaj কৃষ্ণসাগরে রাশিয়ার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ
ইউক্রেনের কৃষ্ণ সাগর উপকূলে একটি শস্যবাহী জাহাজ । ছবি বিবিসি

এর আগে চলতি বছরের মাঝামাঝিতে নিজেদের শর্ত পূরণ না হওয়ায় কৃষ্ণসাগর শস্যচুক্তি থেকে সরে আসার ঘোষণা দেয় রাশিয়া। এই ঘোষণার এক বছর আগে তুরস্ক ও জাতিসংঘের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের মধ্যে এ চুক্তিটি স্বাক্ষরিত হয়েছিল।

চুক্তির মাধ্যমে কৃষ্ণসাগর দিয়ে নির্বিঘ্নে আন্তর্জাতিক বাজারে যেতে পারত ইউক্রেনের খাদ্যশস্য। তবে চলতি বছরের ১৭ জুলাই চুক্তিটির মেয়াদ শেষ হয়ে যায়। এরপর রাশিয়া সেটির মেয়াদ বাড়াতে অস্বীকৃতি জানায়।

যদিও রাশিয়া ও ইউক্রেন উভয়ই বর্তমান বিশ্বের প্রধান শস্য রপ্তানিকারক দেশ।

- বিজ্ঞাপন -

আর এরপর কৃষ্ণসাগরে জাহাজ ঢুকলেই তাতে হামলার ইঙ্গিত দেয় রাশিয়া। চুক্তির মেয়াদ শেষের পর সেসময় দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ইঙ্গিত দেয়, রাশিয়ার সম্মতি ছাড়া ইউক্রেনের শস্য নিতে, কৃষ্ণসাগরে যদি কোনও জাহাজ প্রবেশ করে তাহলে সেটিতে হামলা চালানো হবে। কারণ এসব জাহাজকে অস্ত্রবাহী হিসেবে বিবেচনা করা হবে।

ukane jahaj কৃষ্ণসাগরে রাশিয়ার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত কার্গো জাহাজ
জাতিসংঘ-সমর্থিত কৃষ্ণসাগরীয় শস্য চুক্তি থেকে রাশিয়া বেরিয়ে যাওয়ার পর একতরফাভাবে ঘোষিত সামুদ্রিক করিডোর ব্যবহার করে শস্য রপ্তানি অব্যাহত রেখেছে ইউক্রেন। প্রতীকি ছবি

আর এরপর থেকেই ইউক্রেনের বন্দরে প্রবেশমুখী এবং বন্দর থেকে ছেড়ে যাওয়া জাহাজগুলো রাশিয়ান আক্রমণের ঝুঁকিতে রয়েছে। মূলত রাশিয়া ইউক্রেনের বন্দরগুলোতে আক্রমণ অব্যাহত রেখেছে এবং সামুদ্রিক রুটে পেতে রাখা মাইনগুলো চলাচলরত জাহাজের জন্য বড় ধরনের হুমকি হিসাবে রয়ে গেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আগেই বলেছে, তারা কৃষ্ণসাগরে ইউক্রেনমুখী সকল পণ্যবাহী জাহাজকে সম্ভাব্য সামরিক লক্ষ্য হিসাবে বিবেচনা করে।

- বিজ্ঞাপন -

এর আগে গত ৮ নভেম্বর ইউক্রেনের ওডেসা বন্দরের দিকে যাওয়ার সময় লাইবেরিয়ার পতাকাবাহী একটি জাহাজে রাশিয়ান ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছিলেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!