ইমরান সমর্থকদের বিক্ষোভ: পাকিস্তানের জ্যেষ্ঠ ৩ সেনাকর্মকর্তা চাকরিচ্যুত

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
ইমরান খানকে গ্রেপ্তারের প্রতিবাদে গত ৯ মে করাচিতে পাকিস্তানের আধাসামরিক বাহিনীর একটি চেক পোস্টে আগুন ধরিয়ে দেয় পিটিআই সমর্থকরা। ফাইল ছবি রয়টার্স

ইমরান সমর্থকদের বিক্ষোভ: পাকিস্তানের জ্যেষ্ঠ ৩ সেনাকর্মকর্তা চাকরিচ্যুত

সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেপ্তারের জেরে গত মে মাসে পিটিআই সমর্থকরা পাকিস্তান জুড়ে যে বিক্ষোভ দেখিয়েছিল তা সামাল দিতে ব্যর্থ হওয়ার অভিযোগ তুলে জ্যেষ্ঠ তিন সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করেছে দেশটির সেনাবাহিনী।

বিবিসি ‍জানায়, পাকিস্তান সেনাবহিনীর পক্ষ থেকে ওই তিন কর্মকর্তার নাম প্রকাশ করা হয়নি। শুধু বলেছে, তারা সেনাবাহিনীর সম্পদের সুরক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

ইমরান সমর্থকদের বিক্ষোভ: পাকিস্তানের জ্যেষ্ঠ ৩ সেনাকর্মকর্তা চাকরিচ্যুত
বিক্ষোভের ফাইল ছবি রয়টার্স

বরাবরই পাকিস্তান সেনাবাহিনী দেশটির রাজনীতিতে বড় ধরণের প্রভাব বিস্তার করে এসেছে। ইমরানের সমর্থকদের অভিযোগ, সেনাবাহিনীই কলকাঠি নেড়ে ইমরানকে প্রধানমন্ত্রীত্ব থেকে উৎখাত করা হয়েছে।

গত ৯ মে দুর্নীতির অভিযোগে ইসলামাবাদ হাইকোর্ট প্রাঙ্গন থেকে ইমরানকে গ্রেপ্তার করেছিল পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টিবিলিটি ব্যুরো। অন্য একটি মামলায় হাজিরা দিতে তিনি সেদিন আদালতে গিয়েছিলেন।

ইমরানকে গ্রেপ্তারের পর তার হাজার হাজার সমর্থক পাকিস্তান জুড়ে তীব্র বিক্ষোভ গড়ে তোলে। দুই দিনের ওই বিক্ষোভে তারা সেনাবাহিনীর একজন জেনারেলের বাড়িসহ কয়েকটি সেনানিবাস এবং সামরিক স্থাপনায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে।

বিক্ষোভে অংশগ্রহণের অভিযোগে সে সময় পাঁচ হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছিল। যাদের বেশিরভাগকেই অবশ্য পরে ছেড়ে দেওয়া হয়।

ইমরান সমর্থকদের বিক্ষোভ: পাকিস্তানের জ্যেষ্ঠ ৩ সেনাকর্মকর্তা চাকরিচ্যুত
ইমরান খান। ফাইল ছবি

কিন্তু প্রায় শতাধিক ব্যক্তির বিচার এখনো সামরিক আদালতে চলছে। সাধারণত বেসামরিকদের বিচার সামরিক আদালতে হয় না।

সোমবার এক সংবাদ সম্মেলনে মেজর জেনারেল আহমদ শরিফ চৌধুরি বলেন, ‘‘কী ভুল হয়েছিল সেটা আমাদের খুঁজে বের করতে হয়েছে।”

আরো ১৫ সেনাকর্মকর্তা সাজা পেয়েছেন বলেও জানান তিনি।

বিচারের সময় সেনাকর্মকর্তাদের স্বজন যাদের মধ্যে কয়েকজন কর্মকর্তার স্ত্রীও রয়েছেন, তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

ইমরান সমর্থকদের বিক্ষোভ: পাকিস্তানের জ্যেষ্ঠ ৩ সেনাকর্মকর্তা চাকরিচ্যুত
৯ মে পিটিআই কর্মীরা সামরিক স্থাপনায় হামলা চালায়। ছবি রয়টার্স

সামরিক আদালতে যাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে তাদের মধ্যে কতজন বেসামরিক নাগরিক এবং কতজন সেনাবাহিনীর সদস্য সে বিষয়েও তিনি কোনো তথ্য দেননি।

শুধু বলেন, তাদের বেসামরিক আইনজীবী নিয়োগ দেওয়ার অধিকার রয়েছে, এমনকি তারা চাইলে রায়ের বিরুদ্ধে আপিলও করতে পারবে।

সামারিক আদালতে বেসামরিক নাগরিকদের বিচার নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিভিন্ন মানবাধিকার সংগঠন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!