ফুটবল বিশ্বকাপ: মেক্সিকোর বিপক্ষে সৌদির গোলে নকআউটে পোল্যান্ড

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

বিশ্বকাপ ইতিহাসের অন্যতম বড় অঘটনের জন্ম দিয়ে আর্জেন্টিনাকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করে সৌদি আরব। তবে তাদের সেই প্রতাপ পরের দুই ম্যাচে বজায় থাকেনি।

পোল্যান্ডের কাছে ২-০ গোলে হারের পর নিজেদের শেষ ম্যাচে মেক্সিকোর কাছে হেরে সি-গ্রুপের তলানিতে থেকেই বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন গ্রিন ফ্যালকনরা।

তবে বিদায় নেয়ার আগে আদতে তারা সুবিধা করে দিয়েছে পোল্যান্ডের। এক কথায় সৌদি আরবের জন্যই নিশ্চিত হয়ে যায় পোলিশদের শেষ ষোলো।

আর্জেন্টিনার কাছে ২-০ গোলে হারের পর পোল্যান্ড তাকিয়ে ছিল মেক্সিকো ম্যাচের দিকে। মেক্সিকোর বিপক্ষে সৌদি আরব পিছিয়ে ছিল ২-০ গোলে।

সে সময় পয়েন্ট, হেড টু-হেড ও গোল পার্থক্যে মেক্সিকো ও পোল্যান্ড সমানে-সমান। ফিফার নিয়ম অনুযায়ী ‘ফেয়ার প্লে’ অর্থাৎ গ্রুপপর্বের ম্যাচে হলুদ ও লাল-কার্ড কম পেয়ে এগিয়ে নকআউটে যাওয়ার জন্যে ফেভারিট পোল্যান্ড।

পোল্যান্ডের ম্যাচ শেষ হওয়ার সময় মেক্সিকো ম্যাচে চলছিল অতিরিক্ত সময়। সেই অতিরিক্ত সময়ের শেষ মিনিটে গোল করে পোল্যান্ডের সব দুশ্চিন্তার অবসান ঘটান সৌদি আরবের অধিনায়ক সালেম আল-দাওসারি।

ওই গোলে মেক্সিকোর বিপক্ষে হার এড়াতে না পারলেও নিশ্চিত হয়ে যায় পোল্যান্ডের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে পড়েছে মেক্সিকানরা।

ফলে গোল ব্যবধানে এগিয়ে থেকে আর্জেন্টিনার সঙ্গে নক আউট নিশ্চিত করে রবার্ট লেওয়ানডোভস্কির পোল্যান্ড। গোলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ শেষে ড্রেসিং রুমে ফিরতে থাকা পোল্যান্ড দল উদযাপন শুরু করে।

অন্যদিকে বীরবিক্রমে লড়াই করে ম্যাচ জেতার পরও মেক্সিকোকে বিদায় নিতে হয় গ্রুপ পর্ব থেকে। ম্যাচ জয়ের পরও উৎসবে ভাটা পড়ে তাদের।

রোববার নক আউট রাউন্ডে পোল্যান্ড মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সের।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!