ফের বায়ার্নে ধরাশায়ী বার্সালোনা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

দুই বছর আগে বায়ার্নের কাছে ৮-২ গোলে হারের প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়ে আবারও জার্মান চ্যাম্পিয়নদের কাছে ধরাশায়ী কাতালান ক্লাব বার্সেলোনা। মেসিহীন বার্সা এদিন বায়ার্নের কাছে হেরেছে ৩-০ গোলে। অপরদিকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে ২-১ ব্যবধানে হেরেছে ক্রিশ্চিয়ানো রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড।

ঘরের মাঠ নুক্যাম্পে প্রথমার্ধেই গোল খায় বার্সা। ৩৪ মিনিটে লিরয় সানের অ্যাসিস্ট থেকে স্কোর শিটে নাম তুলে বায়ার্নকে এগিয়ে দেন থমাস মুলার।

পুরো ম্যাচে বল পজেশন ছাড়া, আক্রমনের সুযোগ তৈরির বিচারে বায়ার্নের বিপক্ষে প্রতিরোধ গড়তেই পারেনি কুম্যানের দল। বায়ার্নের যেখানে ৮টি শট লক্ষ্যে আঘাত হএনছে সেখানে বার্সেলোনা একবারও অনটার্গেটে শট নিতে পারেনি।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আলোটা কেড়ে নেন রবার্ট লেভানডোভস্কি। ৫৬ মিনিটে জামাল মুসিয়ালার অ্যাসিস্টে বায়ার্নের লিড দ্বিগুণ করেন এই পোলিশ। ৮৫ মিনিটে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল করেন লেভানডোভস্কি। আর তাতেই ৩-০র বড় হারের লজ্জা পায় বার্সেলোনা।

অপরদিকে রিয়াল মাদ্রিদ লিজেন্ড ইকার ক্যাাসিয়াসের রেকর্ড ছোঁয়ার রাতে গোল পেলেও দলকে জয় এনে দিতে পারলেন না ক্রিস্টিয়ানো রোনালদো।

ওয়াঙ্কডর্ফ স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচে দুর্দান্ত শুরু করে ইংলিশ জায়ান্ট ম্যানইউ। ১৩তম মিনিটে গোল করে দলকে এগিয়ে যান চ্যাম্পিয়ন্স লিগে রেড ডেভিলদের হয়ে পুনরাভিষেক হওয়া রোনালদো। ব্রুনো ফার্নান্দেসের দুর্দান্ত এক উড়ন্ত পাস ঠেকিয়ে বল নিয়ন্ত্রনে এনে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে জাল খুঁজে নেন পর্তুগিজ এ ফরোয়ার্ড। ৩৬তম মিনিটে ইয়ং বয়েজ মিডফিল্ডার মার্টিন্স পেরেইরাকে ফাউল করে লালকার্ড দেখেন ম্যানইউ ডিফেন্ডার ওয়ান বিসাকা। ৫৫ মিনিট বাকি থাকতেই ইউনাইটেড ১০ জনের দলে পরিনত হয়।

বিরতির পর একজন বাদে খেলতে থাকা ম্যানইউ ছন্দ হারিয়ে ফেলে। এদিকে সমতায় ফিরতে মরিয়া ইয়াং বয়েজ একের পর এক আক্রমণ করতে থাকে। ৬৬তম মিনিটে অবশেষে নিকোলাস মৌমি নিগামালেউর গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। ৭২তম মিনিটে রোনালদো ও ফের্নান্দেসকে তুলে নিয়ে জেসে লিনগার্ড ও নেমানিয়া মাতিচকে মাঠে নামান কোচ উলে গুনার সুলশার। যোগ করা সময়ের শেষ মিনিটে ম্যানইউর জালে থিওসন সিবাচু বল জড়ালে ২-১ গোলের জয় পায় ইয়াং বয়েজ।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!