বজ্রাঘাতে মেঘনা নদীতে পড়ে ৩ জেলে নিখোঁজ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

বরিশালে মেঘনা নদীতে জাল টানার সময় বজ্রাঘাতে নদীতে পড়ে তিন জেলে নিখোঁজ এবং দুই জেলে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নে এ ঘটনা ঘটে। আহত দুই জন বর্তমানে সুস্থ রয়েছেন বলে জানিয়েছেন স্বজনরা।

নিখোঁজ তিন জেলের মধ্যে রয়েছেন হিজলার মেমানিয়া ইউনিয়নের মেমানিয়া গ্রামের বাসিন্দা সিকিম আলী সরদারের ছেলে মোক্তার সরদার, একই গ্রামের খলিল রাঢ়ীর ছেলে আমির রাঢ়ী এবং বারেক সরদারের ছেলে ফরহাদ সরদার। আহত দুই জন রবিউল সরদার ও ওসমান বেপারী।

নিখোঁজ মোক্তারের ভাই আলতাফ সরদার বলেন, সকালে এক জেলে ফোনে কল দিয়ে জানান বজ্রাঘাতের পর নদীতে পড়ে আমার ভাইসহ তিন জেলে নিখোঁজ হয়েছে। এরপর মোক্তারের মোবাইলফোনে কল দিয়ে তা বন্ধ পাই। অপর নিখোঁজ জেলেদের মোবাইলফোনেও কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। এরপর একটি ট্রলার নিয়ে ঘটনাস্থলে গিয়ে বজ্রাঘাতের বিষয়টি জানতে পারি। তবে এখন পর্যন্ত ওই তিন জনের সন্ধান মেলেনি। থানা থেকেও ‍আমাকে ফোন দেওয়া হয়েছে।

আলতাফ আরও বলেন, আহত রবিউল সরদার আমার ভাতিজা। সে ও তার সঙ্গে থাকা আহত অপর জেলে ওসমানের অবস্থা এখন ভালো। তারা জানিয়েছেন বিজলি পড়ার সঙ্গে সঙ্গে ওই তিন জন নদীতে পড়ে যান। তারাও নৌকায় অসুস্থ হয়ে পড়েন। এরপর অন্য জেলে নৌকা এসে সন্ধান চালায়। তবে নদীতে পড়ে যাওয়াদের কোনও খোঁজ পাওয়া যায়নি।

হিজলা নৌ-ফাঁড়ির ইনচার্জ বিকাশ চন্দ্র ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও পুলিশের টিম রওয়ানা হয়েছে। তবে ঘটনাস্থল বেশ দূরে হওয়ায় তাদের পৌঁছাতে সময় লাগছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!