প্রায় আড়াই বছর পর উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা দেওয়া শুরু করেছে চীন সরকার। আগামী দুই-তিন দিনের মধ্যে এই ভিসা প্রক্রিয়া শুরু হবে বলে ঢাকাস্থ চীনা দূতাবাস সূত্রে জানা গেছে।
দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর রবিবার (৭ আগস্ট) এ সিদ্ধান্ত আসে। এদিন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন এবং চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই একাধিক চুক্তিতে সই করেন।
চীনা দূতাবাসের চিফ অব মিশন ও মিনিস্টার কাউন্সেলর হুয়ালং ইয়ান জানান, আজ (রবিবার) থেকে চীনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা দেশটিতে যেতে পারবেন বলে বৈঠকে জানিয়েছেন তাদের পররাষ্ট্রমন্ত্রী।
কোভিড মহামারির কারণে ২০২০ সালের ফেব্রুয়ারিতে দেশটিতে অধ্যয়নরত পাঁচ সহস্রাধিক বাংলাদেশি শিক্ষার্থীকে দেশে ফিরতে হয়। তারপর থেকে ভিসা বন্ধ থাকায় তারা আর শিক্ষাপ্রতিষ্ঠানে ফিরতে পারেননি।
দুই বছর ধরে আটকে থাকা এসব শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ফেরার জন্য ব্যবস্থা নিতে পররাষ্ট্রমন্ত্রণালয়কে অনুরোধ জানিয়ে আসছিলেন।
গত ২০ জুন সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেন, “বিদেশি শিক্ষার্থীদের ফিরিয়ে নিতে শুরু করেছে চীন। এ প্রক্রিয়ার প্রথম ধাপেই আছে বাংলাদেশ। দুই দেশেই মহামারি নিয়ন্ত্রণে রয়েছে। যা দুই দেশের জন্যই সুসংবাদ।”