‘গোট’-এর মানে শুনে কেঁদে ফেললেন শিক্ষিকা

সিদ্ধার্থ সিংহ
সিদ্ধার্থ সিংহ
2 মিনিটে পড়ুন

তিনি অঙ্কের শিক্ষিকা। স্কুলে অঙ্ক করানোর সময় নিজের দায়িত্ব এবং কর্তব্যে অবিচল থাকেন। অঙ্কের প্রতি ভীতি তো কমবেশি সবারই থাকে। সব বিষয়ে উ‌ৎরে গেলেও অঙ্কে ডিগবাজির ঘটনা ভুরি ভুরি আছে। তাই ছাত্রছাত্রীদের মধ্যে কী ভাবে অঙ্কের ভীতি কাটানো যায় এবং অঙ্কের প্রতি তাদের ভালবাসা বাড়ানো যায়, সে নিয়েই মেতে থাকতেন তিনি।

অঙ্কের মতো জটিল একটা বিষয়কে তিনি নানান কৌশলে জলবৎ তরলং করে ছাত্রদের পড়িয়ে যাওয়ার চেষ্টা করতেন। প্রতিনিয়ত চেষ্টা করতেন অঙ্কের ভূত ছাত্রদের ঘাড় থেকে রাতে নেমে যায়। চেষ্টা করতেন অঙ্কের পোকা তাদের মাথায় ঢুকিয়ে দিতে। কিন্তু অষ্টম শ্রেণির ছাত্রদের কাছ থেকে তাঁকে বারবার শুনতে হয়েছে একটাই কথা— ‘গোট’- অর্থাৎ ছাগল। তিনি কি এতটাই বাজে পড়ান, যার জন্য তাঁকে তাঁর ছাত্ররা ছাগল বলে ডাকে! একরাশ হতাশায় ডুবে গিয়েছিলেন তিনি।

প্রথম দিকে এটাকে তেমন আমল দিতেন না। কিন্তু মত দিন গেছে ততই তিনি হতাশায় ডুবে গেছেন। শেষমেশ নিজের মনে তোলপাড় ফেলা প্রশ্নটা একদিন ছুড়েই দিলেন ছাত্রদের দিকে। সোশ্যাল মিডিয়াতেও রাখলেন সেই একই প্রশ্ন। তাঁর প্রশ্ন, জীবনভর এই যে বিশেষণ তাঁর নামের সঙ্গে জুড়ে দিয়েছে ছাত্ররা, এমন কটাক্ষের কারণ কী? আমি কি খুব বাজে পড়াই?

যদিও তাঁর বারবার মনে হয়েছে, তাঁর প্রতিটি ছাত্রই যথেষ্ট ভাল। তারা তাকে যথেষ্ট সম্মান করে। তারা এমন রসিকতা অন্তত তাঁর সঙ্গে কখনওই করতে পারে না।
তার পরই সেই শিক্ষিকার প্রশ্ন, কেউ কি বলতে পারবেন, এই রসিকতার মানে কী?

- বিজ্ঞাপন -

এর পর সেই সোশ্যাল মিডিয়াতেই ছাত্রদের কাছ থেকে কী উত্তর এল জানেন? ছাত্ররা লিখল, আপনি সত্যিই একজন গোট। আর আমাদের কাছে এই গোট (GOAT) মানে, গ্রেটেস্ট অফ অল টাইম (GREATEST OF ALL TIME)।

ছাত্রদের কাছে এই কথা জানতে পেরে শিক্ষিকার চোখের জল আর বাঁধ মানছে না। ভেবেছিলেন কী, আর এখন জানলেন কী!

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
২০২০ সালে 'সাহিত্য সম্রাট' উপাধিতে সম্মানিত এবং ২০১২ সালে 'বঙ্গ শিরোমণি' সম্মানে ভূষিত সিদ্ধার্থ সিংহের জন্ম কলকাতায়। আনন্দবাজার পত্রিকার পশ্চিমবঙ্গ শিশু সাহিত্য সংসদ পুরস্কার, স্বর্ণকলম পুরস্কার, সময়ের শব্দ আন্তরিক কলম, শান্তিরত্ন পুরস্কার, কবি সুধীন্দ্রনাথ দত্ত পুরস্কার, কাঞ্চন সাহিত্য পুরস্কার, দক্ষিণ চব্বিশ পরগনা লোক সাহিত্য পুরস্কার, প্রসাদ পুরস্কার, সামসুল হক পুরস্কার, সুচিত্রা ভট্টাচার্য স্মৃতি সাহিত্য পুরস্কার, অণু সাহিত্য পুরস্কার, কাস্তেকবি দিনেশ দাস স্মৃতি পুরস্কার, শিলালিপি সাহিত্য পুরস্কার, চেখ সাহিত্য পুরস্কার, মায়া সেন স্মৃতি সাহিত্য পুরস্কার ছাড়াও ছোট-বড় অজস্র পুরস্কার ও সম্মাননা। পেয়েছেন ১৪০৬ সালের 'শ্রেষ্ঠ কবি' এবং ১৪১৮ সালের 'শ্রেষ্ঠ গল্পকার'-এর শিরোপা সহ অসংখ্য পুরস্কার। এছাড়াও আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত তাঁর 'পঞ্চাশটি গল্প' গ্রন্থটির জন্য তাঁর নাম সম্প্রতি 'সৃজনী ভারত সাহিত্য পুরস্কার' প্রাপক হিসেবে ঘোষিত হয়েছে।
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

একটি অ্যাকাউন্ট নেই? নিবন্ধন করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!