সাংবাদিককে অপহরণ চেষ্টা: মুক্তমনা লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
4 মিনিটে পড়ুন

সময় টেলিভিশনের বরিশাল ব্যুরো প্রধান অপূর্ব অপু’র ওপর সন্ত্রাসী হামলা ও অপহরণ চেষ্টার ঘটনার পাঁচ দিন অতিবাহিত হলেও এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে হামলা ও অপহরণের চেস্টায় জড়িত আসামীরা। তাদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালন করা হয়েছে।

মুক্তমনা লেখক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দের আয়োজনে বৃহষ্পতিবার (০২ জুন) বেলা সাড়ে ১১ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদররোডে এ কর্মসূচি পালন করা হয়।

বরিশাল জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যালের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি আনিসুর রহমান খান স্বপন,শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন,বরিশাল বিএম কলেজের শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক এসএম সারওয়ার, সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি অধ্যাপক নাজমুল হোসেন আকাশ, সাধারণ সম্পাদক দেবাশীষ চক্রবর্তী,সংগঠন শুভঙ্কর চক্রবর্তী,বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস, সাধারণ সম্পাদক মিথুন সাহা, সাংবাদিক সুশান্ত ঘোষ, বিধান সরকার,শাহিন হাফিজ,জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম আর প্রিন্স,সাধারণ সম্পাদক আরিফুর রহমান,বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্টের চেয়ারম্যান ফিরোজ,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) বরিশালের সভাপতি শেখ শামিম,সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক আরিফ হোসেন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জুয়েল রানা, ফটো সাংবাদিক পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ খান মনিরুজ্জামান প্রমুখ।

সমাবেশে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বলেন, সংবাদ প্রকাশের জের ধরে অপুর ওপার হামলা ন্যাক্কারজনক। আমরা সাংবাদিকরা এমন ঘটনায় চিন্তিত। অপুর মতো একজন সাংবাদিকের উপর দিনে দুপুরে এমন হামলা মেনে নেওয়া কষ্টকর। অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হবে এমন দাবি জানাচ্ছি।

বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি নজমুল হোসেন আকাশ বলেন,সাংবাদিক অপু জাতীয় পুরস্কার প্রাপ্ত সংস্কৃতিকর্মী। সাংবাদিকতায় তার সুনাম সর্বত্র। তার ওপর এমন হামলা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির সামিল।

বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আরিফ হোসেন বলেন, আমাদের দাবি এখন একটাই অপরাধীদের গ্রেফতার। জানিনা প্রশাসন কি করছে। এও জানি না অপরাধীদের ধরতে কতদিন লাগবে প্রশাসনের। তবে হুশিয়ারি দিয়ে বলতে চাই যদি দ্রুত অপরাধীদের ধরা না হয় তাহলে অনেক বড় আন্দোলন করা হবে।

জাতীয় সাংবাদিক সংস্থার সাধারন সম্পাদক আরিফুর রহমান বলেন, ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও এখনো আইনশৃঙ্খলা বাহিনী কেউকে গ্রেফতার না করায় ক্ষোভ প্রকাশ করছি।

ফটো সাংবাদিক পরিষদ এর যুগ্ম সম্পাদক খান মনিরুজ্জামান বলেন, প্রশাসনের কাছে নাকি আধুনিক যন্ত্রপাতি আছে। এর ব্যাবহার আমরা আগে দেখেছি। কিন্তু এখন কি সেসব যন্ত্র নষ্ট হয়ে গেছে? কেন সাংবাদিক অপূর্ব অপুকে অপহরণের ঘটনায় এসব আধুনিক যন্ত্রপাতির ব্যাবহার আমরা দেখছি না। দ্রুত অপরাধীদের আইনের আওতায় আনুন। শান্ত বরিশালকে আর অশান্ত না করলেই ভালো হবে।

সাংবাদিক সৈয়দ মেহেদি হাসানের সঞ্চালনায় এসময় কর্মসূচিতে একাত্ততা প্রকাশ করেন নিউজ এডিটরস কাউন্সিলের সভাপতি খান রুবেল, সাধারণ সম্পাদক রিপন হাওলাদার, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি মাসুদ রানা,বাবুগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরিফ হোসেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাকেরগঞ্জ শাখার সভাপতি জিয়াউল আকন, সাংস্কৃতিক সংগঠন উত্তরণের সভাপতি জুবায়ের শাহেদ, গণ শিল্পী সংস্থার বরিশাল জেলার সাধারণ সম্পাদক সাইদুর রহমান পান্থ প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সদস্য প্রেস ক্লাবের সদস্য এম মোফাজ্জেল,বরিশাল রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সম্পাদক মুশফিক সৌরভ, দপ্তর সম্পাদক রাসেল হোসেন,সাংবাদিক পারভেজ রাসেল, শাওন খান, তন্ময় তপু,এম.কে.রানা,আল আমিন জুয়েল, ফাহিম ফিরোজ, শাকিল মাহমুদ,জহির রায়হান, রাতুল আহমেদ প্রমুখ।

এসময় বক্তরা বলেন, অবিলম্বে অপুর ওপর হামলাকারীরা গ্রেফতার না হলে আরো কঠোর আন্দোলনে নামতে সাংবাদিকরা বাধ্য হবেন। তাই এঘটনার আসল রহস্য উদঘাটন সহ জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়।

উল্লেখ, গত রোববার বিকেলে সময় টিভির বরিশাল অফিসে যাওয়ার পথে অপূর্ব অপু’র ওপর নগরীর পূর্ব বগুড়া রোডস্থ শীতলাখোলা এলাকার মুমীতু কমিউনিটি সেন্টারের সামনে প্রথমে হামলা চালিয়ে পড়ে অপহরণের চেস্টা করে চিহ্নিত সন্ত্রাসীরা। তাদের হাত থেকে ছিটকে দৌড়ে নিজেকে রক্ষা করেন অপু। ঘটনার দিন রাতে বরিশাল কোতোয়ালি মডেল থানায় অপু মামলা করলেও পাঁচদিনের পাড় হলেও এখন পর্যন্ত আসামীদের গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!