যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের রাজধানী স্যাক্রামেন্টোতে গোলাগুলিতে অন্তত ৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছে। রবিবার (৩ এপ্রিল) স্থানীয় সময় ভোরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে রাজ্য পুলিশ।
সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে এক বিবৃতিতে স্যাক্রামেন্টো পুলিশ জানায়, অন্তত ১৫ জন গুলিবিদ্ধ হয়েছে, যার মধ্যে ৬ জনের মৃত্যু হয়েছে।
অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, রাস্তায় মানুষজন হাতাহাতিতে লিপ্ত। পরে গুলির শব্দ শোনা যায়। যদিও ভিডিও ফুটেজটি যাচাই করতে পারেনি আন্তর্জাতিক সংবাদমাধ্যম এএফপি।
পুলিশ জানায়, শহরের কেন্দ্রস্থলে গোলাগুলির ঘটনা ঘটেছে। খানে অনেক পানশালা এবং রেস্তোরাঁ রয়েছে। তবে এ ঘটনার পেছনে কারা জড়িত সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি।