-0.5 C
Drøbak
মঙ্গলবার, জানুয়ারী ২৫, ২০২২
প্রথম পাতাআন্তর্জাতিক৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল সাইপ্রাস

৬ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে কাঁপল সাইপ্রাস

৬ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ভূমধ্যসাগরীয় দ্বীপরাষ্ট্র সাইপ্রাস। মঙ্গলবার বাংলাদেশ সময় সকাল ৭টার দিকে ভূমিকম্পটি আঘাত হানে। প্রাথমিকভাবে কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। খবর রয়টার্সের।

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, শক্তিশালী ভূমিকম্পটি সাইপ্রাসের পশ্চিমাঞ্চলীয় উপকূলে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল পশ্চিম-উত্তরপশ্চিমাঞ্চলীয় পিলস শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে।

ভূমিকম্পের তীব্রতা অনুভূত হয় পার্শ্ববর্তী ফিলিস্তিন, তুরস্ক, মিশর, গ্রিস ও ইসরাইলে।

অপেক্ষাকৃত অগভীর ভূমিকম্পটি ভূমধ্যসাগরীয় দ্বীপের পলিস শহরের পশ্চিম-উত্তর-পশ্চিমে ৪৮ কিলোমিটারে কেন্দ্রীভূত ছিল।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার ৫১ কিলোমিটার গভীরতায় ৬.৫ মাত্রায় কম্পন পরিমাপ করেছে।

সাইপ্রাসে সাধারণত ভূমিকম্প হয় না। দেশটি গৌণ ভূমিকম্প-প্রবণ অঞ্চলে অবস্থিত। তবে আজকের ভূমিকম্পকে অস্বাভাবিক বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

সাইপ্রাসে সাম্প্রতিক বছরগুলিতে সবচেয়ে বড় ভূমিকম্প ছিল ১৯৯৬ সালে। সেবছর দেশটির পশ্চিম উপকূলের পাসোফে ৬.৮ মাত্রার ভূমিকম্পে দুইজন নিহত হন।

এর আগে ১৯৫৩ সালে ৬.৩ মাত্রার ভূমিকম্পে ৪০ জন মারা যায় দেশটিতে। ওই ভূমিকম্পে শত শত বাড়িঘর ধ্বংস হয়, যার বেশিরভাগই পাফোস অঞ্চলে।

অন্যান্য নিবন্ধসমূহ

সংবাদদাতা এবং লেখা আবশ্যক

নরওয়ে থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা ‘সাময়িকী’ পত্রিকার জন্য বাংলাদেশ সহ বিশ্বের অন্যান্য দেশ থেকে সংবাদদাতা আবশ্যক।
ভায়োলেট হালদার
প্রধান সম্পাদক
[email protected]

গল্প-কবিতা সহ বিবিধ সাহিত্য রচনা প্রসঙ্গে ইমেইল করুন।
লিটন রাকিব
সাহিত্য সম্পাদক
[email protected]

- বিজ্ঞাপন -

সর্বাধিক পঠিত

সদ্য প্রকাশিত

লেখা কপি করার অনুমতি নেই, লিংক শেয়ার করুন।