করোনা: বিশ্বজুড়ে কমেছে সংক্রমণ ও মৃত্যু

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন

বিশ্বজুড়ে মহামারি করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে এসেছে। ফলে কমেছে মৃত্যুও। বাড়ছে সুস্থ মানুষের সংখ্যা।

করোনাভাইরাসের তথ্য প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার্স জানিয়েছে শনিবার বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৪৮ হাজার ২৮৪ জন। মারা গেছেন ৭ হাজার ৬৩২ জন।

আগের দিন শুক্রবার এ রোগে নতুন আক্রান্ত রোগীর সংখ্যা ছিল ৫ লাখ ৯৭ হাজার ৫৫৫ জন এবং মৃত্যু হয়েছিল ৯ হাজার ১৫২ জনের।

অর্থাৎ, ২৪ ঘণ্টার ব্যবধানে বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ১ লাখ ৪৯ হাজার ২৭১ জন এবং মৃতের সংখ্যা কমেছে ১ হাজার ৫২০ জন।

গতদিনের মতো শনিবারও করোনায় সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এই দিন দেশটিতে এ রোগে আক্রান্ত হয়েছেন ৭১ হাজার ২৭৭ জন এবং মৃত্যু হয়েছে ৭১৮ জনের।

শনিবার যুক্তরাষ্ট্র ব্যতীত অন্যান্য যেসব দেশে করোনায় নতুন আক্রান্ত রোগী ও মৃত্যুতে উচ্চহার লক্ষ্য করা গেছেন সে দেশসমূহ হলো – ভারত (নতুন আক্রান্ত ৩১ হাজার ৩৯১ , মৃত্যু ৩৩৮), যুক্তরাজ্য (নতুন আক্রান্ত ২৯ হাজার ৫৪৭ , মৃত্যু ১৫৬), তুরস্ক (নতুন আক্রান্ত ২২ হাজার ৯২৩ , মৃত্যু ২৫৯), ফিলিপাইন (নতুন আক্রান্ত ২৬ হাজার ৩০৩, মৃত্যু ৭৯), মালয়েশিয়া (নতুন আক্রান্ত ১৯ হাজার ৫৫০, মৃত্যু ৫৯২) এবং রাশিয়া (নতুন আক্রান্ত ১৮ হাজার ৮৯১, মৃত্যু ৭৯৬)।

বিশ্বে বর্তমানে সক্রিয় করোনা রোগী আছেন ১ কোটি ৮৮ লাখ ২৭ হাজার ২৫৪ জন। এই রোগীদের মধ্যে মধ্যে করোনার মৃদু উপসর্গ বহন করছেন ১ কোটি ৮৭ লাখ ২৩ হাজার ৮২৪ জন এবং গুরুতর অসুস্থ অবস্থায় আছেন ১ লাখ ৩ হাজার ৪৩০ জন।

এছাড়া, শনিবার করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৪৯ হাজার ১০২ জন। আগের দিন শুক্রবার এই সংখ্যা ছিল ৫ লাখ ৫০ হাজার ৩৬১ জন।

ওয়ার্ল্ডোমিটার্সের পরিসংখ্যান বলছে, মহামারি শুরুর পর থেকে এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২২ কোটি ৫০ লাখ ৬৬ হাজার ৬৬৯ জন এবং মারা গেছেন মোট ৪৬ লাখ ৩৭ হাজার ৫৬২ জন।

এ পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন মোট ২০ কোটি ১৬ লাখ ১ হাজার ৮৫৩ জন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!