পটুয়াখালীতে জেলেদের চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব সংবাদদাতা
নিজস্ব সংবাদদাতা
2 মিনিটে পড়ুন
ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন।

পটুয়াখালীতে প্রান্তিক জেলেদের জন্য বরাদ্দকৃত ভিজিএফ’র চাল আত্মসাতের মামলায় সদর উপজেলার ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন হাওলাদারকে গ্রেফতার করেছে পুলিশ

রোববার ১৬ মে দুপুর দেড়টার দিকে শহর সংলগ্ন বসাক বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মুকিত হাসান।

তিনি বলেন, গ্রেফতারকৃত চেয়ারম্যানকে আদালতে সোপর্দ করা হবে।

গ্রেফতারকৃত আলতাফ হাওলাদার ছোট বিঘাই ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।

Patuakhali Up Charmen Altaf Pic 02 পটুয়াখালীতে জেলেদের চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার
পটুয়াখালীতে জেলেদের চাল আত্মসাতের মামলায় ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা গ্রেফতার 39

এর আগে গত ১৩ মে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা বাদী হয়ে জেলেদের জন্য বরাদ্দকৃত বিশেষ ভিজিএফ’র ১৩ বস্তা চাল কালোবাজারে বিক্রি করে আত্মসাতের অভিযোগে চেয়ারম্যানকে একমাত্র আসামী করে সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলায় বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সদর উপজেলার ছোট বিঘাই ইউনিয়নের ৪৫০ জন জেলের জন্য ৩৬ টন চাল বরাদ্দ দেয়া হয়। বরাদ্দকৃত চাল গত বুধবার বিকালে পটুয়াখালীর খাদ্য গুদাম থেকে ছাড় করে ট্রলারে নিয়ে ভুতুমিয়া লঞ্চঘাটে পৌছায়। পরের দিন জেলেদের মধ্যে চাল বিতরনের আগেই চেয়াম্যানের বিরুদ্ধে চাল কালোবাজারে বিক্রির অভিযোগ তুলে সুবিধাভোগী ও এলাকার একটি মহল বিক্ষোভ শুরু করে।

পরে সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, সহকারী কমিশনার (ভুমি) শাহীন মাহমুদ, ট্যাগ অফিসার সুভাষ চন্দ্র হাওলাদার, উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান এবং সদর থানা পুলিশের এসআই দিপায়ন বড়ালসহ সংশ্লিষ্টরা ঘটনাস্থলে পৌছান।

তারা উদ্বুদ্ধ পরিস্থিতি শান্ত করে তাৎক্ষনিক তদন্ত চালিয়ে ১৩ বস্তা চাল কম পান।

পরে সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান বাদী হয়ে চেয়ারম্যানকে একমাত্র আসামী করে একটি মামলা দায়ের করেন।
#
Vedlegg:

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!