‘মানবতার বাজার’ বন্ধে ক্ষমতাসীনদের চাপের অভিযোগে বাসদ এর পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন (ভিডিও সহ)

সুশান্ত ঘোষ
সুশান্ত ঘোষ
2 মিনিটে পড়ুন
ছবি: সুশান্ত ঘোষ

বরিশালে মানবতার বাজার বন্ধ করে দেয়ার জন্য ক্ষমতাসীন রাজনৈতিক দলের চাপের অভিযোগ করে সাংবাদিক সম্মেলন করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।

শনিবার সকাল ১১ টায় ফকিরবাড়ি রোডস্থ দলীয় কার্যালয়ে ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রতি ঈঙ্গিত করে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করা হয়।

‘বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছি- তারা নানা ভাবে আমাদের হয়রানী করেছে- এখন আপনারা বুঝে দেখেন কারা এটা করছে!’ সংবাদ সম্মেলনে, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা বলেন বাসদ এর সদস্য সচিব ডা. মণীষা চক্তবর্তী। বাসদ এর পক্ষ থেকে লিখিত বক্তব্যে ডা. মণীষা চক্রবর্তী বলেন, গত বছর ১২ই এপ্রিল থেকে মানবতার বাজার, এরপর থেকে ফ্রি অক্সিজেন ব্যাংক, ফ্রি করোনা অ্যাম্বুলেন্স সার্ভিস, করোনা রোগীদের ফ্রি চিকিৎসা, মানবতার কৃষি, মানবতার পাঠশালা করা হয়েছে। ইতিমধ্যেই বিনামূল্যের এই মডেলটি সুনাম কুড়িয়েছে।

আমরা অত্যন্ত পরিতাপের সাথে জানাচ্ছি, গত ৬ মে থেকে আমরা খাদ্য সহায়তা দেয়ার কর্মসূচী যেখানে করেছিলাম সেখানে কর্তৃপক্ষ জায়গা দিতে অপরাগতা প্রকাশ করেছে। সেই সাথে কর্তৃপক্ষের বরাতে কোন নাম প্রকাশ না করার জন্য অনুরোধ করা হয়েছে। এরপর বরিশালে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে মানবতার বাজার চালানোর জন্য যোগাযোগ করি। প্রথমে তারা এর অনুমতি দিলেও পরে রাজনৈতিক চাপের কারণে অপরাগতা প্রকাশ করেন।

বরিশালের রাজনৈতিক দলের মধ্যে একমাত্র বাসদই ধরাবাহিক ভাবে ত্রাণ বিতরণ করছে। এটি এখন অনেকের কাছেই অস্বস্তিকর।

‘রাজনৈতিক সংস্কৃতিতে প্রতিদ্বন্দ্বিতা মানে আমাদের কাছে ভালো কাজের প্রতিযোগিতা কিন্তু ক্ষতাসীন ও প্রভাবশালী মহল এই প্রতিদ্বন্দ্বিতাকে ভালো কাজ বন্ধ করার ষড়যন্ত্রে পরিণত করেছে।’

‘বাধা দিয়ে এই মানবিক কর্মকাণ্ড বন্ধ করা যাবে না। আমরা বিকল্প উপায়ে ত্রাণ বিতরণ কার্য চালিয়ে যাব’ জানান তিনি।

এদিকে মানবতার বাজার কার্যক্রমে যে স্থানে পরিচালিত হচ্ছিল সেই অমৃত লাল দে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সুভাষ চন্দ্র পাল জানান, আমাদের পক্ষে বলেজের গভর্নিং বডি অনুমতি দিয়েছিল, এখন না করা হয়েছে, তবে সুনির্দিষ্ট কারন বলতে তিনি অপরাগতা প্রকাশ করেন। এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সম্পাদক তালুকদার মো. ইউনুস তালুকদার মন্তব্য করতে অপরাগতা প্রকাশ করেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
সাংবাদিক, গবেষক ও সাংস্কৃতিক কর্মী
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!