ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
রুশ হামলায় বিধ্বস্ত কিয়েভের একটি ভবন। ছবি রয়টার্স

ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার

ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। শনিবার রাতভর প্রায় ৭৫টি ড্রোন হামলা চালানো হয়। ভোর না হতেই রাজধানী কিয়েভবাসীদের ঘুম ভাঙে বিস্ফোরণের বিকট শব্দে। এসব হামলায় অন্তত পাঁচজন আহত হয়েছে বলে রয়টার্স জানিয়েছে।

শনিবার সূর্যোদয়ের সময় কিয়েভের বিভিন্ন অঞ্চলে হামলা করা হয়। বিমান হামলার সতর্কতা ছয় ঘণ্টা স্থায়ী ছিল। বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেসচুক বলেন, ইউক্রেনে হামলা চালানো ৭৫টি ড্রোনের ৭১টিই ভূপাতিত হয়েছে।

ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার
ইউক্রেনে হামলা চালানো ৭৫টি ড্রোনের ৭১টিই ভূপাতিত হয়েছে বলে দাবি ইউক্রেনের বিমানবাহিনীর প্রধান মাইকোলা ওলেসচুকের। ছবি এএফপি

তিনি বিমান হামলা প্রতিরোধী ‘মোবাইল ফায়ার’ ইউনিটের কার্যকারিতার প্রশংসা করেন। ওলেসচুক বলেন, এগুলোই প্রায় ৪০ শতাংশ ড্রোন ভূপাতিত করেছে। সাধারণত এই ইউনিটে দ্রুত পাল্টা ঠেকাতে মেশিনগানসহ ট্রাক প্রস্তুত থাকে।

মেয়র ভিতালি ক্লিতশকো টেলিগ্রামে বলেন, এ হামলায় ১১ বছরের একটি মেয়েসহ পাঁচজন আহত হয়েছে এবং শহরের নানা জেলায় ভবন ধ্বংস হয়েছে। ভূপাতিত একটি ড্রোনের অংশ থেকে শিশুদের একটি নার্সারিতে আগুন ধরে যায়।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রাশিয়া এমন এক দিনে হামলা করেছে যেদিন ইউক্রেনীয়রা তাদের জাতীয় শোক পালন করে। ১৯৩২–৩৩ সালের হলোদমোর দুর্ভিক্ষে কয়েক লাখ মানুষের মৃত্যু হয়। সেই সময়কে স্মরণ করে ইউক্রেন এ দিনে জাতীয় শোক পালন করে থাকে।

তিনি টেলিগ্রামে বলেন, ‘ইচ্ছাকৃত আতঙ্ক… হত্যা করতে পারেন বলে রাশিয়ার নেতা গর্ববোধ করেন।’

ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার
রুশ হামলায় ক্ষতিগ্রস্থ একটি ভবন। ছবি সংগৃহীত

এর আগেও ইউক্রেনের প্রেসিডেন্ট হলোদমোর ও রাশিয়ার বর্তমান অভিযানের মধ্যে সাদৃশ্য দেখিয়েছিলেন।

ইউক্রেনীয় মানুষের ওপর সোভিয়েত ইউনিয়নের গণহত্যা চালানোকে হলোদমোর হিসেবে স্বীকৃতি দিয়েছে ইউক্রেন ও অন্যান্য আরও ৩০টি দেশ। সে সময় ইউক্রেন ইউরোপীয় ইউনিয়নের শাসনাধীন ছিল এবং এর স্বাধীনতার বিরুদ্ধে ছিল।

ওই সময়ের মৃত্যুগুলো ইচ্ছাকৃত গণহত্যা ছিল–এ দাবি বরাবরই অস্বীকার করে আসছে মস্কো। মস্কো বলে, রাশিয়া ও অন্যান্য জাতিগোষ্ঠীগুলোও এ দুর্ভিক্ষের ভুক্তভোগী হয়েছিল।

ইউক্রেনে সবচেয়ে বড় ড্রোন হামলা রাশিয়ার
গোলাবর্ষণের প্রস্তুতি নিচ্ছেন ইউক্রেনীয় সেনা। ছবি রয়টার্স

এ হামলার লক্ষ্য তাৎক্ষণিক স্পষ্ট না হলেও ইউক্রেন সম্প্রতি কয়েক সপ্তাহ ধরেই সতর্কতা দিয়ে আসছে। কিয়েভ বলছে, ইউক্রেনের জ্বালানি ব্যবস্থা ধ্বংস করার জন্য রাশিয়া আবারও বিমান হামলা চালাতে পারে।

ইউক্রেনের জ্বালানি মন্ত্রণালয় বলছে, এ হামলার কারণে রাজধানীর ৭৭টি আবাসিক ভবনসহ প্রায় ২০০ ভবন জ্বালানি শূন্য হয়ে পড়ে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!