রুশ-অধিকৃত ইউক্রেনের শহরে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
নিহতদের মধ্যে দুজন শিশু।ছবি বিবিসি

রুশ-অধিকৃত ইউক্রেনের শহরে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা

রাশিয়া-অধিকৃত ইউক্রেনের একটি শহরে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতদের মধ্যে দুজন শিশু। ইউক্রেনীয় কর্মকর্তাদের অভিযোগ, রাশিয়ান সামরিক বাহিনীর সদস্যরা তাদের হত্যা করেছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ইরানের জব্দকৃত ১১ লাখ রাউন্ড গোলাবারুদ ইউক্রেনে পাঠাল যুক্তরাষ্ট্র
টানা দেড় বছরের বেশি সময় ধরে চলছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ । ফাইল ছবি

প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে, রাশিয়া-অধিকৃত পূর্ব ইউক্রেনের ভলনোভাখা শহরে দুই শিশুসহ নয়জনকে তাদের বাড়িতে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া গেছে। ইউক্রেনের কর্মকর্তারা বলেছেন, রাশিয়ান সৈন্যদের কাছে নিজেদের বাড়ি তুলে দিতে অস্বীকার করার পর গত ২৭ অক্টোবর পুরো এই পরিবারকে সেনারা হত্যা করে বলে তারা বিশ্বাস করেন।

রাশিয়ান তদন্তকারীরা বলছেন, এই ঘটনায় দুই পুরুষ সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তারা রাশিয়ার দূর প্রাচ্যের রুশ সৈন্য বলেও জানিয়েছেন তারা।

বিবিসি বলছে, ইউক্রেন ও রাশিয়া এই হামলার বিষয়ে পৃথক তদন্ত শুরু করেছে। এই ঘটনার যেসব ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে সেখানে রক্তাক্ত এবং গুলিবিদ্ধ লাশ বিছানায় পড়ে আছে বলে দেখা যাচ্ছে। নিহতদের মধ্যে কেউ কেউ তাদের মৃত্যুর সময়ও আলিঙ্গনে আবদ্ধ ছিলেন।

ইউক্রেনের ন্যায়পাল দিমিত্রো লুবিনেট সোমবার বলেছেন, ভলনোভাখা শহরের এই হত্যাকাণ্ডে ‘রাশিয়ানদের রক্তাক্ত হাত জড়িত’। টেলিগ্রামে তিনি বলেন, ‘প্রাথমিক তথ্য অনুসারে, দখলদাররা পুরো পরিবারকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের ঘটনার আগে এসব ব্যক্তি জন্মদিন উদযাপন করছিল এবং তারা নিজেদের বাড়ি দখলদারদের কাছে হস্তান্তর করতে অস্বীকার করে।’

রুশ-অধিকৃত ইউক্রেনের শহরে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা
রুশ অবস্থানের ওপর গ্রাড রকেট নিক্ষেপের জন্য তৈরি হচ্ছে ইউক্রেনীয় গোলন্দাজ বাহিনী। ছবি সংগৃহীত

ইউক্রেন নিয়ন্ত্রিত দোনেৎস্কের প্রসিকিউটর অফিস প্রাথমিক তথ্যের উদ্ধৃতি দিয়ে বলেছে, বাড়ি খালি করার দাবি প্রত্যাখ্যান করার পরে সেনাবাহিনীর ইউনিফর্মে থাকা হামলাকারীরা পরিবারটিকে গুলি করে হত্যা করে। নিহতদের মধ্যে দুই শিশুও রয়েছে যাদের জন্ম ২০১৪ এবং ২০১৮ সালে হয়েছিল।

রুশ-অধিকৃত ইউক্রেনের শহরে একই পরিবারের ৯ জনকে গুলি করে হত্যা
একজন ইউক্রেনীয় সেনা রাশিয়ান অবস্থান নির্বিরভাবে পর্যবেক্ষন করছেন।ফা্ইল ছবি রয়টার্স

উল্লেখ্য, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আগ্রাসন শুরু করে রাশিয়া। ‘বিশেষ সামরিক অভিযান’ নামে এই আগ্রাসন শুরু হওয়ার কয়েক সপ্তাহ পরই ভলনোভাখা শহরটি দখল করে নেয় রাশিয়ান বাহিনী।

অবশ্য চলমান যুদ্ধে শহরের বেশিভাগ অংশই ধ্বংস হয়ে গেছে।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!