রোমানিয়ায় গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
জ্বলছে আগুন। ছবি রয়টার্স

রোমানিয়ায় গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ

গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণে শনিবার সন্ধ্যায় কেঁপে ওঠে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের একাংশ। বিস্ফোরণে একজন নিহত এবং ২৬ ফায়ারফাইটারসহ ৪৬ জন আহত হয়েছেন।

বিবিসি জানায়, প্রথম বিস্ফোরণের পর ফায়ারফাইটাররা আগুন নেভাতে ঘটনাস্থলে গেলে দ্বিতীয় বিস্ফোরণ ঘটে।

রোমানিয়ায় গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
বিস্ফোরণের পর ঘটনাস্থলে ফায়ারফাইটারদের গাড়ি। ছবি রয়টার্স

প্রথম বিস্ফোরণের চেয়ে দ্বিতীয় বিস্ফোরণটি ছিল অধিক শক্তিশালী। দ্বিতীয় বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে উঠে কালো ধোঁয়ার কুণ্ডলী বিশাল এক মাশরুমের আকার ধারণ করে আকাশে উঠে যায়।

আহতদের মধ্যে অন্তত আটজন গুরুতর দগ্ধ হয়েছেন বলে জানান স্থানীয় কর্তৃপক্ষ। তাদের মধ্যে অন্তত চারজনকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর পরিকল্পনা করা হচ্ছে।

- বিজ্ঞাপন -

গ্যাস স্টেশনটির আশেপাশের প্রায় অর্ধ মাইল এলাকাজুড়ে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। মোট ২৫টি ফায়ার ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। কিন্তু আগুন এখনো জ্বলছে।

রোমানিয়ার জরুরি ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে বলা হয়, “ওই এলাকা এখনো বিপজ্জনক। কারণ, সেখানে অন্য একটি ট্যাঙ্কারও বিস্ফোরণের ঝুঁকিতে রয়েছে।”

রোমানিয়ায় গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
আগুন নেভাতে কাজ করছেন ফায়ারফাইটাররা। ছবি রয়টার্স

এই ঘটনাকে ‘শোকাবহ’ বলে বর্ণনা করে দেশটির প্রেসিডেন্ট ক্লাউস ইয়োহানিস বলেন, যা ঘটেছে সেটাতে তার ‘হৃদয় দুঃখভারাক্রান্ত’ হয়ে পড়েছে।

কারো অবহেলা বা অনিয়মের কারণে ভয়াবহ এই দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখতে দ্রুত তদন্তের নির্দেশও দিয়েছেন তিনি।

রোমানিয়ায় গ্যাস স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ
কালো ধোঁয়া আকাশে উঠছে। ছবি রয়টার্স

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি কর্তৃপক্ষকে আহতদের চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়ার কথাও জানিয়েছেন।

- বিজ্ঞাপন -

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!