কোন চাপের কাছে মাথা নত করবো না: অভ্যুত্থান নেতা চিয়ানি

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
জেনারেল আবদুরাহমানে চিয়ানি। ছবি এএফপি

কোন চাপের কাছে মাথা নত করবো না: অভ্যুত্থান নেতা চিয়ানি

নাইজারের ‘পদচ্যুত’ প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে পুনর্বহালের জন্য কোনও চাপের কাছে মাথা নত করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন দেশটির অভ্যুত্থান নেতা জেনারেল আবদুরাহমানে চিয়ানি।

পশ্চিম আফ্রিকার নেতাদের আরোপিত নিষেধাজ্ঞাকে অবৈধ এবং অমানবিক বলে সমালোচনা করেছেন তিনি। জাতিকে রক্ষা করার জন্য প্রস্তুত থাকতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন এই জেনারেল।

নাইজারের জান্তা বাহিনীকে পশ্চিম আফ্রিকার নেতাদের ৭ দিনের আল্টিমেটাম
পশ্চিম আফ্রিকার নেতারা। ছবি এপি

২০২১ সালে ক্ষমতায় আসেন প্রেসিডেন্ট বাজুম। ১৯৬০ সালে স্বাধীনতার পর প্রথম গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর ছিল তা। জেনারেল আবদোরাহমানে চিয়ানি ২৬ জুলাই প্রেসিডেন্টকে অভ্যুত্থানের মাধ্যমে উৎখাত করেন।

বুধবার জেনারেল আবদুরাহমানে চিয়ানি এসব বলেন। জেনারেল যখন টেলিভিশনে বক্তব্য রাখছিলেন, তখন নাইজার সংকট সমাধানে প্রতিবেশী নাইজেরিয়ায় মিলিত হচ্ছিলেন পশ্চিম আফ্রিকান দেশগুলোর অর্থনৈতিক সংগঠন ইকোওয়াসের প্রতিরক্ষা প্রধানরা।

আঞ্চলিক ব্লকটি নাইজারের ওপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। ৬ আগস্টের মধ্যে বাজুমের হাতে দায়িত্ব ফিরিয়ে না দিলে শক্তি প্রয়োগের হুমকি দিয়েছে তারা।

নাইজারে সেনা অভ্যুত্থান: নিরাপত্তা ও বাজেট সহায়তা বন্ধ করল ইইউ
হাজার হাজার মানুষ সেনাঅভ্যুত্থানের সমর্থনে নাইজারের পার্লামেন্টের সামনে জড়ো হয়ে উল্লাস করছে। ছবি রয়টার্স

ইতোমধ্যে ক্ষমতা দখলকারী সেনাদের সঙ্গে আলোচনার জন্য গ্রুপটি নাইজারে একটি প্রতিনিধি দল পাঠিয়েছে। এটির নেতৃত্বে আছেন নাইজেরিয়ার সাবেক নেতা আব্দুল সালামি আবুবাকর।

টেলিভিশন ভাষণে স্ব-ঘোষিত নেতা তচিয়ানি বলেন, ‘সামরিক বাহিনী এই নিষেধাজ্ঞাগুলোকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে।

naijar 2 কোন চাপের কাছে মাথা নত করবো না: অভ্যুত্থান নেতা চিয়ানি
সামরিক অভ্যুত্থানের পর রাজধানী নিয়ামেতে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমের দলের সদর দপ্তরে আক্রমণ এবং আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটে। ছবিটি গত ২৭ জুলাই তোলা। ছবি রয়টার্স

কোনও হুমকির কাছে আমরা নতি স্বীকার করবো না। আমরা নাইজারের অভ্যন্তরীণ বিষয়ে যে কোনও হস্তক্ষেপ প্রত্যাখ্যান করি।’

তিনি বলেন, ‘আমরা নাইজারের জনগণকে ঐক্যের আহ্বান জানাই। আমাদের কঠোর পরিশ্রমী জনতাকে দুর্ভোগ পোহাতে দেব না। যারা দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের পরাজিত করতে হবে।’

সূত্র: আল জাজিরা

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!