পাকিস্তানের জোড়া জঙ্গি হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
3 মিনিটে পড়ুন
হামালায় পাঁচ পুলিশ সদস্য নিহত ও বেসামরিকসহ ১২ জন আহত হয়েছেন। ছবি সংগৃহীত

পাকিস্তানের জোড়া জঙ্গি হামলায় ৫ পুলিশ সদস্য নিহত

পাকিস্তানের খাইবার পাখতুনখওয়া প্রদেশে কয়েক ঘণ্টার ব্যবধানে একটি সরকারি দপ্তর ও পুলিশের একটি পোস্টে জঙ্গি হামালায় পাঁচ পুলিশ সদস্য নিহত ও বেসামরিকসহ ১২ জন আহত হয়েছেন।

কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১১টার দিকে খাইবার জেলার বড় বাজার থানা সংলগ্ন তেহশিল সদরদপ্তরের প্রবেশপথে পুলিশ সদস্যরা দুই আত্মঘাতী বোমারুকে প্রবেশে বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের বন্দুক লড়াই শুরু হয়।

এ সময় এক জঙ্গি নিহত হলে অপরজন আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। বিস্ফোরণের ধাক্কায় তেহশিল ভবনের একটি অংশ ধসে পড়ে। ঘটনাস্থলেই তিন পুলিশ সদস্য নিহত এবং সাত পুলিশসহ ১০ জন আহত হন।

স্থানীয় পুলিশ প্রধান সেলিম আব্বাসি জানান, সম্ভাব্য হামলার বিষয়ে আগেই খবর পেয়েছিলেন তারা, তাই পুলিশ উচ্চ সতর্কাবস্থায় ছিল; ফলে এলাকাটি বড় ধরনের ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেয়েছে।

এই দপ্তরটিতে প্রতিদিন বহু লোক আসে জানিয়ে তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করায় বহু প্রাণ রক্ষা পেয়েছে।”

পাকিস্তানের জোড়া জঙ্গি হামলায় ৫ পুলিশ সদস্য নিহত
সাম্প্রতিক সময়ে পাকিস্তানে জঙ্গি তৎপরতা বেড়েছে। ফাইল ছবি

ঘটনাস্থল থেকে একটি গাড়ি জব্দ করা হয়েছে। তেহশিল সদরদপ্তরে পৌঁছাতে হামলাকারীরা এটি ব্যবহার করেছে বলে ধারণা পুলিশের।

পাকিস্তানের ইংরেজি দৈনিক ডন জানিয়েছে, আক্রান্ত তেহশিল ভবনটিতে কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) ও জেলা প্রশাসনেরও দপ্তর আছে।

বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের কর্মকর্তারা জানিয়েছেন, আত্মঘাতী হামলাকারীরা সাত থেকে আট কেজি বিস্ফোরক ব্যবহার করেছে। ঘটনাস্থল থেকে তারা হাত বোমার (হ্যান্ড গ্রেনেড) টুকরাও পেয়েছেন।

পাকিস্তানের জোড়া জঙ্গি হামলায় ৫ পুলিশ সদস্য নিহত
পাকিস্তানের নিরাপত্তাবাহিনীর কয়েকজন সদস্য। ফাইল ছবি

এ ঘটনায় আহত সবাইকে পেশোয়ারের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত এক পুলিশ সদস্যের অবস্থা সঙ্কটজনক।

এ হামলার কয়েক ঘণ্টা আগে বুধবার রাত পৌঁনে ১২টার দিকে পেশোয়ারের রেজি মডেল টাউনে পুলিশের এক ফাঁড়িতে হামলার ঘটনা ঘটে। জঙ্গিদের গুলিতে দুই পুলিশ সদস্য নিহত ও দুইজন আহত হন।

পুলিশ কর্মকর্তাদের ধারণা, হামলার সময় জঙ্গিরা নাইট ভিশন গ্যাজেট ব্যবহার করেছে।

পাকিস্তানের জোড়া জঙ্গি হামলায় ৫ পুলিশ সদস্য নিহত
পুলিশের গাড়ি বহর। একটি ভিডিও থেকে স্কিন শট নেয়া।

পুলিশ সুপার (এসপি) আরশাদ খান ডনকে বলেছেন, “আমাদের সদস্যরা বুলেটপ্রুফ জ্যাকেট ও বুলেটপ্রুফ হেলমেট পরা ছিল আর জঙ্গিরা প্রায় ৫০ মিটার দূরে থেকে গুলি ছুড়েছে। রাতের অন্ধকারে মাথায় গুলি ও কপালে নিখুঁত দুটি লক্ষ্যভেদ শুধু নাইট ভিশন গ্যাজেট ব্যবহার করেই করা সম্ভব।”

তিনি জানান, জঙ্গিরা পুলিশের ওপর হামলা চালাতে যুক্তরাষ্ট্রের তৈরি এম-ফোর রাইফেল ব্যবহার করেছে, তদন্তকারীরা ঘটনাস্থল থেকে এম-ফোরের গুলির ২১টি খোসা উদ্ধার করেছে।

জঙ্গিদের গুলির জবাবে পুলিশও পাল্টা গুলি ছুড়েছিল, কিন্তু হামলাকারীরা পালিয়ে যায় বলে জানান তিনি।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!