এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন পুতিন

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। ফাইল ছবি

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মাত্র এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন। তিনি ইউক্রেনের দখলীকৃত এলাকা খেরসনে গিয়েছিলেন বলে জানিয়েছে ক্রেমলিন। তবে কখন ও কবে তিনি গিয়েছিলেন তা ক্রেমলিম সুনির্দিষ্টভাবে জানায়নি।

কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন পুতিন
রাশিয়ান নিয়ন্ত্রিত ইউক্রেনের লুহানস্ক অঞ্চলে জাতীয় রক্ষী সদর দফতর পরিদর্শন করেছেন। ছবি রয়টার্স

আজ মঙ্গলবার ক্রেমলিন এক বিবৃতিতে বলেছে, পুতিন দক্ষিণ খেরসন অঞ্চলে একটি সামরিক কমান্ডের বৈঠকে যোগ দিয়েছিলেন। বৈঠকে তিনি সেনাবাহিনী ও বিমানবাহিনীর কমান্ডারদের কাছে থেকে জাপোরিঝিয়া ও দিনিপার অঞ্চলের বর্তমান যুদ্ধ পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত শুনেছেন। তবে কবে এই বৈঠক হয়েছে সেটিও জানায়নি ক্রেমলিন।

এ ছাড়া রুশ প্রেসিডেন্ট ইউক্রেনের পূর্ব লুহানস্ক অঞ্চলে ন্যাশনাল গার্ডের সদর দপ্তরও পরিদর্শন করেছেন বলে ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, পুতিনের এই সফরের একটি ভিডিও প্রকাশ করেছে ক্রেমলিন। ভিডিওতে পুতিনকে হেলিকপ্টারে করে লুহানস্কে যেতে দেখা গেছে। এর আগে গত রোববার চীনের প্রতিরক্ষামন্ত্রী লি শাংফুর সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন পুতিন।

গত বছরের সেপ্টেম্বরে ইউক্রেনের চারটি অঞ্চল নিজেদের দখলে নেয় রুশ বাহিনী। এর মধ্যে খেরসন ও জাপোরিঝিয়া রয়েছে। তবে কোনো অঞ্চলই পুরোপুরি নিয়ন্ত্রণে নিতে পারেনি রাশিয়া। পুতিনের বাহিনীর এই দখলীকরণকে ‘অবৈধ’ বলে নিন্দা করেছে ইউক্রেন ও তার মিত্র দেশগুলো।

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন পুতিন
কয়েকদিন আগে আগে মারিমারিউপোলে যান পুতিন। একটি ভিডিও থেকে স্কিন শট নেয়।

গত বছরের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা শুরুর পর পরই খেরসন দখল করেছিল রুশ বাহিনী। তবে নভেম্বরে ইউক্রেন বাহিনীর পাল্টা আক্রমণের মুখে তারা খেরসন থেকে পিছু হটতে বাধ্য হয়েছিল। এখন রুশ সেনারা দিনিপার নদীর অন্য পাড়ে তাদের অবস্থার শক্তিশালী করেছে।

এক মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো ইউক্রেনে গেলেন পুতিন
যুদ্ধের ফাইল ছবি

এর আগে গত ১৮ মার্চ অধিকৃত ইউক্রেনের মারিউপোল অঞ্চলে পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট পুতিন। ওই সময় হেলিকপ্টারে করে মারিউপোলে ঢোকেন তিনি। এরপর গাড়িতে করে শহরটির বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান। এ ছাড়া সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন। ওই সময়ও তিনি অনেকটা গোপনে মারিউপোল সফর করেছিলেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!