ভেনেজুয়েলা থেকে আসা ভিয়াংলি তার আহত স্বামী এডুয়ার্ড কারাবালোর জন্য একটি অ্যাম্বুলেন্সের বাইরে কান্না করছে। ছবি রয়টার্স
মঙ্গলবার (২৮ মার্চ) দেশটির সিউদাদ জুয়ারেজের ওই কেন্দ্রে আগুন লাগে। এক বিবৃতিতে জানিয়েছে চিহুয়াহুয়া রাজ্য কর্তৃপক্ষ।
আগুনে কমপক্ষে ৩৯ জন মারা গেছে। মেক্সিকোর ন্যাশনাল ইমিগ্রেশন ইনস্টিটিউট এক বিবৃতিতে জানিয়েছে, আহত ২৯ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ছবি রয়টার্স
সংশ্লিষ্ট কর্তপক্ষ জানায়, ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউটের (আইএনএম) অফিসে আগুন লাগে। ওই শহরের রাস্তা থেকে ৭১ জন অভিবাসীকে তুলে নিয়ে যাওয়ার পর আইএনএমের অফিসে আগুন লাগে।
ঘটনাস্থল অ্যাম্বুলেন্স এবং ফায়ার ফাইটার । ছবি রয়টার্স
অগ্নিকাণ্ডে ২৯ অভিবাসন প্রত্যাশী আহত হয়েছে, তাদেরকে ওই এলাকার ৪টি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বলেছে তারা।
শিশুরা মেক্সিকান কর্তপক্ষ এবং দমকলকর্মীদের কাজ দেখছেন । ছবি রয়টার্সকাজ করছেন দমকলকর্মীরা। ছবি রয়টাসমেক্সিকোর অ্যাটর্নি জেনারেলের অফিস একটি তদন্ত শুরু করেছে । ছবি রয়টার্সমার্কিন যুক্তরাষ্ট্র সীমান্তে মেক্সিকোয় এই অগ্নিকাণ্ডটি কয়েক বছরের মধ্যে দেশটিতে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের মধ্যে একটি। ছবি রয়টার্সপ্রতি মাসে প্রায় ২ লাখ মানুষ মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার চেষ্টা করে। ছবি রয়টার্স
আপডেট থাকুন! সরাসরি আপনার ইনবক্সে সাময়িকীর সর্বশেষ ব্রেকিং নিউজ পাবেন।
সাইন আপ করার মাধ্যমে, আপনি সাময়িকী ব্যবহারের শর্তাবলীতে সম্মত হবেন এবং আমাদের গোপনীয়তা নীতি-এ তথ্য অনুশীলনগুলিতে স্বীকৃতি দিবেন৷ আপনি যে কোনো সময় নিউজলেটার সদস্যতা ত্যাগ করতে পারবেন।