সাত বছর পর সৌদি আরবে ইরানের দূতাবাসের দরজা খুলল

সাময়িকী ডেস্ক
সাময়িকী ডেস্ক
2 মিনিটে পড়ুন
বুধবার কয়েক বছরের মধ্যে প্রথমবারের মতো রিয়াদে ইরানি দূতাবাস প্রাঙ্গণের ভারী গেইটটি খোলা হয়। ছবি: রয়টার্স

সাত বছর পর সৌদি আরবে ইরানের দূতাবাসের দরজা খুলল

সৌদি আরবে ইরানের দূতাবাসের দরজা সাত বছর পর খোলা হয়েছে বলে খবর হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের একজন প্রত্যক্ষদর্শী সাংবাদিক জানিয়েছেন, বুধবার রিয়াদে ইরানি দূতাবাস প্রাঙ্গণের ভারী গেইটটি খোলা ছিল এবং একটি দল সেটি পরিদর্শন করছিল। এ সময় একটি সাদা ট্রাককে গেইটের কাছে উপস্থিত হতে দেখা যায়।

সাত বছর পর সৌদি আরবে ইরানের দূতাবাসের দরজা খুলল
ইরান ও সৌদির পতাকা। ছবি সংগৃহীত

সম্প্রতি চীনের মধ্যস্থতায় হওয়া এক চুক্তির আওতায় সৌদি আরব ও ইরান কূটনৈতিক সম্পর্ক ফের স্বাভাবিক করার পর্যায়ে আছে। এই দুই দেশের মধ্যে দীর্ঘদিন ধরে চলা শক্রতা মধ্যপ্রাচ্যজুড়ে বিভিন্ন সংঘাতে পরস্পর বিরোধী পক্ষগুলোকে ইন্ধন যুগিয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, ইরানের একটি প্রতিনিধি দল সৌদি আরবে পৌঁছেছে। এর কয়েক ঘণ্টা পর দেশটির কূটনৈতিক মিশনটির গেইট খোলা হয়।

এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি বলেন, “রিয়াদ ও জেদ্দায় দূতাবাস ও কনস্যুলেট চালু করার জন্য ইরানের প্রতিনিধি দলটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।”

সৌদি আরব সুপরিচিত এক শিয়া ধর্মীয় নেতার মৃত্যুদণ্ড কার্যকর করার পর ক্ষুব্ধ হয় শিয়া সংখ্যাগরিষ্ঠ ইরান। এর জেরে দেশটির বিক্ষোভকারীরা তেহরানের সৌদি দূতাবাসে হামলা চালালে ২০১৬ সালের জানুয়ারিতে ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে রিয়াদ এবং ইরানি কূটনীতিকদের ৪৮ ঘণ্টার মধ্যে দেশ ছাড়ার নির্দেশ দেয়, পাশাপাশি তারা তেহরান থেকে নিজেদের দূতাবাস কর্মীদের সরিয়ে নিয়ে আসে। এরপর থেকে রিয়াদের ইরানি কূটনৈতিক মিশনটি বন্ধ ছিল।

সাত বছর পর সৌদি আরবে ইরানের দূতাবাসের দরজা খুলল
চীনা পররাষ্ট্রমন্ত্রী বেইজিংএ ইরানের পররাষ্ট্রমন্ত্রী এবং সৌদিপররাষ্ট্র মন্ত্রীকে হাত মেলাতে উৎসাহিত করছেন। ছবি সংগৃহীত

গত মাসে চীনের উদ্যোগে হওয়া ওই চুক্তিতে তেহরান ও রিয়াদ কূটনৈতিক দ্বন্দ্বের সমাপ্তি টেনে ফের কূটনৈতিক মিশন চালু করতে সম্মত হয়।

চলতি মাসের প্রথমদিকে উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রীরা বেইজিং এক বৈঠকে মিলিত হয়েছিলেন, যা তাদের দুই দেশের শীর্ষ কূটনীতিকদের প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সাত বছর পর সৌদি আরবে ইরানের দূতাবাসের দরজা খুলল
বেইজিংএ সৌদি ও ইরানি পররাষ্ট্র মন্ত্রীর সৌহার্দ্যপূর্ণ বৈঠক- ৬ই এপ্রিল ২০২৩। ছবি সংগৃহীত

শনিবার সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তেহরান ও মাশহাদ শহরে রিয়াদের দূতাবাস ও কনস্যুলেট ফের চালু করার প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে সৌদি কর্মকর্তারাও ইরানে আছেন।

গুগল নিউজে সাময়িকীকে অনুসরণ করুন 👉 গুগল নিউজ গুগল নিউজ

এই নিবন্ধটি শেয়ার করুন
একটি মন্তব্য করুন

প্রবেশ করুন

পাসওয়ার্ড ভুলে গেছেন?

পাসওয়ার্ড ভুলে গেছেন?

আপনার অ্যাকাউন্টের ইমেইল বা ইউজারনেম লিখুন, আমরা আপনাকে পাসওয়ার্ড পুনরায় সেট করার জন্য একটি লিঙ্ক পাঠাব।

আপনার পাসওয়ার্ড পুনরায় সেট করার লিঙ্কটি অবৈধ বা মেয়াদোত্তীর্ণ বলে মনে হচ্ছে।

প্রবেশ করুন

Privacy Policy

Add to Collection

No Collections

Here you'll find all collections you've created before.

লেখা কপি করার অনুমতি নাই, লিংক শেয়ার করুন ইচ্ছে মতো!